![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রিয়ান্ত্রী শুনো,
আবার যেদিন আমাদের দেখা হবে সেদিন বৃষ্টি হওয়া চাই বুঝলে? তুমি কালো শাড়ী পরে আসবা, আমি বরাবরের মতোই ঢিলঢালা শার্ট। তোমার কোপালে কালো টিপ থাকবে, চোখে কাজল। তোমার চুলগুলো বড্ড বেপরোয়া হয়ে যাবে, উড়ে এসে বারবার কোপালে পড়বে। আমি আলতো করে ফু দিয়ে অবাধ্য চুলগুলোকে কোপাল থেকে সরিয়ে দিবো। আর হ্যা, সেদিন সন্ধ্যা পযন্ত আমরা বাহিরে থাকবো। সূর্য ডোবার বিশেষ মুহূর্তে আমরা ফ্লাইওভারের উপর গিয়ে দাড়াবো। দিনের আলো ধিরে ধিরে কমে আসবে। পৃহিবীর রং কমোলার মতো হয়ে যাবে। এক সময় নিওণ আলো জ্বলবে, সে আলোয় কালো শাড়ীতে অদ্ভুত লাগবে তোমাকে। একসময় সন্ধ্যা হয়ে আসবে। ভর সন্ধ্যায় যখন চারদিকে হাহাকার ধ্বনি ধ্বনিত হবেঠিক সেসময় আমি তোমার হাত ধরবো। তোমার চোখে চোখ রেখে বলবো…
না হয়তো কিছুই বলবো না! বলবো না “ভালোবাসি তোমাকে”, শুধু নিরবে ভালোবেসে যাবে।
না, আমি সেদিন চিৎকার করে বলেই দিবো “ত্রিয়ান্ত্রী ভালোবাসি তোমায়, অনেক বেশি!!”
©somewhere in net ltd.