নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

“একটি বাসের আত্নকহিনী”

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

আমি একটি লোকাল বাস। আমার নাম ভি.আই.পি ২৭। আমাকে আপনারা অনেকেই চিনেন। আমি দির্ঘ অনেক বছর যাবত প্রতিনিয়ত আপনাদের নিদিষ্ট গন্তব্যে নিয়ে যাই। আমার অনেক রেগুলার যাত্রি আছে। যারা প্রতিনিয়ত আমাকে ব্যবহার করে অফিসে, কলেজে যাতায়াত কে। আমি জড় বস্তু, যদিও আমি চলমান। আমার প্রতি কারো মায়া জন্মানোটা অস্বাভাবিক। তবে আমার বিচিত্র সব যাত্রিদের উপর আমার মায়া জন্মে গিয়েছে। আমি চাই তারা ভালো থাকুক।

আমি আপনাদের গনতন্ত্র বুঝি না, আমি স্বৈরাচার বুঝি না। আমি আওয়ামীলীগ চিনি না, আমি বিএনপি-জামায়াত চিনি না। আমি জানি এসব শব্দের সাথে আগুনের, প্রেটল বোমার আকটা সম্পর্ক আছে। আমি জানি এই শব্দগুলো বহুল আলোচিত হলে আমার গ্লাস ভাঙ্গা হয়। আমার ভিতরের মানুষগুলো ভয়ে থাকে। ওদের দেখে মনে জীবন বাঁচাতেই জীবনটা হাতে নিয়ে বেরিয়েছে। আমি ভেবে পাই না, আমার উপর কেন হামলা করা হয়! আমার অপরাধটা কি? আমার ভেতরের মানুষগুলোর অপরাধ কি? ওরা তো আমজনতা। কোট-টাই পরা গোবেচারা। ওরা কেরানি মানুষ। ঝুলতে ঝুলতে অফিস যায় জীবনে একটু সুখের ছোয়া আনার জন্য। ওদের কেন মারা হয়? ওদের উপর কেন আগুন দেওয়া হয়?

বিশ্বাস করুন আমি জড় বস্তু হতে পারি, কিন্তু আমি এসব মানতে পারি না। আমার কষ্ট হয় খুউব। আমি চাই না আমি বা আমার স্বজাতী আর কোন বাসে যেন আগুন না দেওয়া হয়। আমার ভিতরের মানুষগুলো যেন আগের মতো হাসতে হাসতে, সুখের গল্প গল্প করতে যাতায়াত করে। পাগলা ছেলেটা যেন এখনো বাসে উঠে লাজুক ভঙ্গিতে ওই মেয়েটার পাশে বসে। আমি চাই আব্দুল আজহার এখনো যেন আমার সিটে বসে জোরে জোরে ফোনে কথা বলে। আমি চাই রুদ্র নামের ছেলেটা এখনো যেন আমার সিটে বসে আব্দুল আজহারের কথা শুনে বিরক্ত হয়। আমি চাই হাজার বছর ধরে রোজ বিকেলে যে মানুষগুলো ঘাম মুছতে মুছতে বাসে উঠে তাদের অক্ষত অবস্থায় নিজ গন্তব্যে পৌছে দিতে। আমি চাই হেল্পার রহমত এখনো যেন চিৎকার করে বলে “ওস্তাদ ডানে চাপান, বায়ে পেলাষ্টিক…"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

নিজাম বলেছেন: ভাই, সত্য কথা বলেছেন। ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

অঘ্রান অভ্রু বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া :)

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

মহান অতন্দ্র বলেছেন: অসাধারণ লেখা । +++

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

অঘ্রান অভ্রু বলেছেন: ধন্যবাদ। ব্লগে নতুন আমি। অনুপ্রেরণা পেলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.