![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাক্ত জীবন
জাহিদ রাজ রনি (অঘ্রান অভ্রু)
তৃতীর বারের আর্তহত্যার চেষ্টাও ব্যর্থ হয়,
অতঃপর বিবেক আমারে ডাকিয়া কয়
বাচাধন, মৃত্যু তোর জন্য নয়,
তুই বেঁচে থাক, কষ্ট তোর বুকে থাক,
তোর সুখ ধুলো হয়ে উড়ে যাক
নষ্ট কষ্টের জ্বালা বেড়ে যাক!
আমি ক্ষ্রিপ্ত হই,
অবাক চেয়ে রই।
চতুর্থবার চেষ্টা চালাই
সাহসের অভাবে পিঁছু পালাই,
তাই মনেতে আগুন জালাই
মৃত্যুটা আমার চাই-ই-চাই!
তারপর এক মধ্য রাতে
বিবেক এসে কড়া নাড়
ডেকে নিয়ে কয় আঁড়ালে,
‘মরলে তো ভালোবাসা হারালে,
তোর বুকেতে নষ্ট ভালোবাসা,
তাই ছেড়েদে মরার আশা।
কষ্ট করে বেঁচে থাক,
তবু ভালোবাসা বেঁচে যাক।
ও তার সাথে সুখে থাক
বৃষ্টির জলে দুখ ধুয়ে যাক,
তবু ভালোবাসা বেঁচে যাক,
তবু ভালোবাসা বেঁচে থাক!
তাই আমি বাঁচার স্বপ্ন দেখি
বিবর্ন কালিতে সুখ আকি,
আর বিষাক্ত জীবন নিয়ে বেঁচে থাকি।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০
অঘ্রান অভ্রু বলেছেন: নাহ! ওতটা ভেঙ্গে পড়ার মতো বয়স এখনো হয়নি।
ধন্যবাদ..
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তাই আমি বাঁচার স্বপ্ন দেখি
বিবর্ন কালিতে সুখ আকি,
আর বিষাক্ত জীবন নিয়ে বেঁচে থাকি। --------সবটাই ভাল লেগেছে--তবে আত্নবিশ্বাসী হতে হবে--জীবনটাই এমন
শুভকামনা
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
অঘ্রান অভ্রু বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
অপ্রকাশিত কাব্য বলেছেন: আত্নকাহিনী??