নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

চাঁদ ও রাত্রির গল্প

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

চাঁদ। স্নিগ্ধ প্রেমিক।
রাত্রি। তৃষ্ণাতুরা। প্রণয়িনী।
দু’জনে মুখোমুখি। মাখামাখি। চাঁদ মৃদু হাসে।
রাত্রি ভাসে। ডোবে। মুগ্ধতায়।
আর আশরীর অশরীরী হতে থাকে। ক্রমশ।
চাঁদ রাত্রিকে খোঁজে,

-তোমাকে দেখতে পাচ্ছি না কেন, রাত্রি?
-আমি হারিয়ে গেছি।
-কোথায়?
-তোমার প্রেমের আগ্রাসি আলোয়।

তারপর ওরা বসে থাকে। চাঁদ আর রাত্রি। বসেই থাকে। ওর কাঁদে ওর মাথা। চাঁদ লজ্জা পায়। মেঘের আড়ালে লুকায়। রাত্রি বলে, “অন্ধকার দিয়ে ডেকে দিবো, কেউ দেখবেনা”
চাঁদ তবু লজ্জা পায়। বড্ড লাজুক ও। রাত্রি বলে,

– সূর্য আসার দেরী নেই।

চাঁদ বলে, আমার যে কলঙ্ক আছে।
রাত্রি একটু হাসে। হেসে ওকে বলে, কলঙ্কের ভার আমি নিবো। ভালোবাসি…

…তারপর মহা প্রনয় হয়। পৃথিবীতে কিছুক্ষন অন্ধকার নামে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন লাগলো :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

অঘ্রান অভ্রু বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪

নাসরীন খান বলেছেন: অনেক ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

অঘ্রান অভ্রু বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরণা পেলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.