![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষের চোখের মাঝে গ্যালারি সেট করা থাকে। চোখের দিকে তাকাতেই হারিয়ে যেতে হয়। হারিয়ে যেতে বাধ্য হতে হয়। ওয়াইড গ্যালারি। নানান দৃশ্য, নানান রং। এক জোড়া চোখই তো! এর মাঝে কি খেল! কি জাদু এর মাঝে!
কিছু মানুষ থাকে, এসব চোখের পর্দায় হারায়! নিজের চোখের নিচে অভিমানের বাঁকা চাদ উঠায়। সানগ্লাসে চোখের কালি ডাকা পড়ে, কিন্তু কষ্ট? বা অভিমান?
ওসব বরং থাকুক কিছু মানুষের সঙ্গি হয়েই। কিছু মানুষ অভিমানে বাঁচুক। রাতের চাঁদকে আপন করে নেক। কিছু মানুষ রাত জাগুক। কিছু মানুষ রাতকে জাগিয়ে রাখুক। কেউ নিকোটিনকে আপন করে নিক। কেউ বরং আপনকেই নিকোটিনের সাথে পুড়িয়ে দেক। ধোঁয়া হয়ে উড়ে যাক প্রথম অথবা শেষ প্রেম। কারো রাত বরং ছাদেই কাটুক। ফুলসজ্জা সবার জন্য না। সুস্থ্যতা সবার জন্য না, কেউ বরং সাইকোই থাকুক! কেউ চোখকে সমুদ্র বানিয়ে ফেলুক অন্য দুটো চোখের জন্য।
তারপর একদিন, জাদুকরের চোখের কোটরও শূন্য হোক। রঙ্গিন গ্যালারির রং হয়ে যাক সদাকালো। খষে পড়ুক চোখের মাঝে লুকিয়ে রাখা মায়ার মুখসে সর্বনাশ! জাদুকরের রাতও জেগে কাটুক!
কষ্টপাওয়ার দল বরং একদিন ঘুমোক। খানিকটা সুখ ওদেরও প্রাপ্য। সিনেমার মতো ট্রাজেডির পরেই সুখ আসুক! হ্যাপি ইনডিং হোক!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪
অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
আরেফিন শুভ বলেছেন: " তারপর একদিন, জাদুকরের চোখের কোটরও শূন্য হোক। "
ভালো লেগেছে কথাগুলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫
অঘ্রান অভ্রু বলেছেন: জাদুকরের জাদুও নিকোটিনের সাথে ধোঁয়া হয়ে উড়ে যাক!
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫
আরণ্যক রাখাল বলেছেন: কিছু মানুষ রাত জাগুক! ভাললাগা