![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তুমি"
ত্রিয়ান্তী তুমিও কথা রাখনি।
গতআগষ্টের শেষ চাঁদ সাক্ষী রেখে বলেছিলে 'ছেড়ে যাবো না'
তারপর নয়টা চাঁদ ডুবে গেলো,
তুমি ফিরে এলে না।
এস্তগামী সূর্য দেখিয়ে বলেছিলে 'ঠিক এই রং এর শাড়ী পরেই তোমার ঘরে পা দিবো'
ত্রিয়ান্ত্রী আমার ঘরের মাটি হা হা করছে,
একটু পদ ধুলো দিবে?
ত্রিয়ান্ত্রী, করুন আজানের সুরকেও তুমি সাক্ষী করেছিলে।
তোমার সাক্ষী ছিলো অষ্টমির চাঁদ, সুখ তারা আর লোহিত কনিকায় আঁকা লাল গোলাপটাও!
তোমার সাক্ষীদের তরফ থেকে তোমায় দিক্কার,
বদ্ধ রুমে আর আর্তচিৎকার নয়, বরং তোমার জন্য দুমিনিট নিরবতা!
নাহ,
তুমি দু মিনিটের অযোগ্য,
তুমি গুনে ধরা পালংক
তুমি হাড্ডি চোষা কুকুর
তুমি নিষিদ্ধ ভাঝা পুকুর
তুমি মাঝরাতের ছবির পোষ্টার
তুমি অন্তবাস নষ্টার
তুমি আত্মহত্যার গলীত লাশ
তুমি রিকসাওয়লাদের অবকাশ
তুমি হাসপাতালের ময়লা বারান্দা
তুমি মৃতবাড়ির ভয়ার্ত সন্ধ্যা
তুমি এগারো নম্বর বাসের যুলন্ত যাত্রী
তুমি রনির ঘৃনীত ত্রিয়ান্ত্রী
তুমি ডাষ্টবিনের পঁছা মাছের পোটলা
তুমি রাস্তার পাশের আহেতুক জটলা
তুমি আবাসিক হোটেলের ভাঁড়াটে বেশ্যা
তুমি আব্দুল মজিদের এইডসের কারন
তুমি কোন প্রেমিকের মরন!
- জাহিদ রাজ রনি (১৩-০২-১৫)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
অঘ্রান অভ্রু বলেছেন: বাস্তবে ওমন কেউ থাকলে ক্ষমাই করতাম
কাল্পনিক চরিত্র ত্রিয়ান্ত্রী।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: এত ঘৃণা! এই ঘৃণাতেই ভাল লাগা|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
অঘ্রান অভ্রু বলেছেন: ঘৃনার আড়ালে ভালোবাসা
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত ঘৃনা কেন ভাই !! এত ঘৃনা করতে নেই ------হুমম এই ঘৃনাতেই ভাললাগা লুকিয়ে থাকে ---
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
অঘ্রান অভ্রু বলেছেন: কাল্পনিক কবিতা আপু।
সবসময় ভালোবাসা নিয়েই লিখি।
ঘৃনার জন্যও খানিকটা ভালোবাসা...
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
মনিরা সুলতানা বলেছেন: অস্তগামী সূর্য দেখিয়ে বলেছিলে 'ঠিক এই রং এর শাড়ী পরেই তোমার ঘরে পা দিবো'
ত্রিয়ান্ত্রী আমার ঘরের মাটি হা হা করছে,
অসাধারন অসাধারন ।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯
অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ।
অনুপ্রেরণা পেলাম
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫
মুহাম্মদ তৌহিদ বলেছেন: কবিবর, ঘৃণার মাধ্যমে কি কোন সমস্যার সমাধান করা যায়?
ঘৃণার পরিবর্তে কি তাকে ক্ষমা করে দেয়া যায়?