নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

কবিতা- অপূর্নতা

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

অপূর্নতা

জাহিদ রাজ রনি



জীবন দেখেছিলাম আমি পথের কলিতে,

রবীন্দ্রসরোবরের পাশে কুকুরের গলা জড়িয়ে থাকা

কিশোরের ঠোটের কোনে।

তৃক্ষতার মাঝেও সুন্দর বা সুন্দরের মাঝে তৃক্ষ!



ঘৃনা দেখেছি ডাষ্টবিনের পাশের পঁছা মাছের পোটলায়,

বন-বন করে মাছি উড়তে দেখেছি বেশ্যার খোলা চুলে

ওখানটায় পড়ে ছিলো,

হাড়ের ভেতরে বুকের মাংসে

যেভাবে কামড় বসায় শিয়াল; ঠিক সেইভাবে মাটি কামড়ে।



উচ্চাস দেখেছিলাম আমি শীলার এলো চুলে,

দারুচিনি দ্বিপের ঢেউ এর মতন

স্নান শেষে শীলার ভেজা চুল

ঠিক তপ্ত মরুভূমিতে এক পষলা বৃষ্টি,

আর অবাদ্য কিশোরীর চপলতা!



কষ্টতো রোজই দেখি,

হাসপাতালের মর্গে লাশের বেওয়ারিশ

হৃদপিণ্ড দেখেছি।

ড্রেনের উপরে ভিখারির বিক্ষিপ্ত বমির

শব্দ শুনেছি।

চিরজৌবনা নারীর রুপ খসে পড়তে দেখছি

দেয়ালের রং বা বৃদ্ধের তেজের মতন!



তবু ভালোবাসা কি আমার দেখা হয় না,

হাজারো সাহিত্য পড়েছি,

মোড়ের বটতলায় ধ্যান করেছি

কিশোরীর খোঁপায় রক্ত কবরী দিয়েছি

তবু আমার পৃথিবী রঙহীন ছিলো।



তারপর এক তপ্ত দুপুরে আমি আবিষ্কার করলাম,

অনেকদিন আগে এক সন্ধ্যায়

মরে গেছি আমি।

কোনো ট্রাকের থাবায় না;

কোনো হাসপাতালের বারান্দায় না;

কোনো পত্রিকায় সেই লাশের ছবি

আসে নি সেদিন।

কোনো দাফন কিংবা জানাজা

হয়নি সেদিন!



(০২-০৩-১৫)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগা কবিতায়| সুন্দর

০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.