নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

কবিতা- নিধন

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮

ত্রিয়ান্ত্রী তোমার জন্য শেষ কাজটা করবো,
রাতের শেষ বাসে নীলক্ষেতের নোংরা রাস্তায় নামবো,
মাছের আঁশটে গন্ধে ভরা গলীটার শেষ মাথায় পৌছবো
তারপর মিস্টি পানের দোকানিকে আড় চোখে ইশারা করবো।
হু, আমি সেদিন মাতাল হবো।
নিকোটিন আর গাঞ্চার সাথে তুমিও ধোঁয়া হয়ে যাবে।
ধোঁয়া হয়ে যাবে আমার ভূত ভবিষ্যত, অতীত বর্তমান!
তোমাকে স্মৃতি করে রাখবো না,
স্মৃতিরা দীর্ঘজীবী।
তোমায় বসন্তের বাতাসে উড়ে আসা তুলোর ফুলের মতো উড়িয়ে দিবো,
অমৃত্যু তুমি নও,
নক্ষত্রেরও মৃত্যু আছে।
তারপর ত্রিয়ান্ত্রীহীণ এক জীবন!

- জাহিদ রাজ রনি
১২- ০২- ১৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দরভাবে অনুভূতি প্রকাশিত হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.