![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রিয়ান্ত্রী তোমার জন্য শেষ কাজটা করবো,
রাতের শেষ বাসে নীলক্ষেতের নোংরা রাস্তায় নামবো,
মাছের আঁশটে গন্ধে ভরা গলীটার শেষ মাথায় পৌছবো
তারপর মিস্টি পানের দোকানিকে আড় চোখে ইশারা করবো।
হু, আমি সেদিন মাতাল হবো।
নিকোটিন আর গাঞ্চার সাথে তুমিও ধোঁয়া হয়ে যাবে।
ধোঁয়া হয়ে যাবে আমার ভূত ভবিষ্যত, অতীত বর্তমান!
তোমাকে স্মৃতি করে রাখবো না,
স্মৃতিরা দীর্ঘজীবী।
তোমায় বসন্তের বাতাসে উড়ে আসা তুলোর ফুলের মতো উড়িয়ে দিবো,
অমৃত্যু তুমি নও,
নক্ষত্রেরও মৃত্যু আছে।
তারপর ত্রিয়ান্ত্রীহীণ এক জীবন!
- জাহিদ রাজ রনি
১২- ০২- ১৫
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দরভাবে অনুভূতি প্রকাশিত হয়েছে