নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

চিড়িয়াখানায় একদিন

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:১৬

মানুষ চিড়িয়াখানায় টিকেট কেটে বাঁদর দেখতে যায়। আমি ৩০ টাকা দিয়ে টিকেট কেটে গেলাম প্রেমিকাকে দেখতে। প্রেমিকার সাথে তার আন্টি। ”আন্টি’ নামক খাঁচায় প্রেমিকা বন্ধী, আমি দর্শনার্থী। কথা বলার কোন উপায় নেই। পুরনো প্রেমগুলোর মতো আমার কাজ কেবল তার পিছু নেয়া। এর মাঝে একটা জায়গায় আমি ছবি তুলতে দাড়ানোয় প্রেমিকে হারিয়ে ফেলেছি। তাকে কল দিয়ে বললাম,

– কোথায় তুমি?
– তোমার জাতভাই দেখি, গরুর এখানে! তুমি কই?
– তোমাকে খুঁজতেসি। পাইতেসি নাতো। গরু কোনদিকে?
– আমার ডান দিকে!
– বাহহ কি চমৎকার নির্দেশনা!
– তুমি দুই মিনিটের মধ্যে আমার সামনে হাজির হবা। আজ তোমার ভালোবাসার পরিক্ষা হবে!

অতীতে অনেকভাবে প্রেমিকরা ভালোবাসার পরিক্ষা দিয়েছে। হালের অনন্ত জলিলকেও হৃদয় খুলে ভালোবাসার পরিক্ষা দিতে হয়েছে। আমার ভালোবাসার পরিক্ষা হলো দুই মিনিটে গরু খোঁজা! আমি বিশাল চিড়িয়াখানায় বাঘ নয় সিংহ নয়, গরু খুঁজতে লাগলাম। এক ভদ্রলোকরে পেয়ে জিজ্ঞেস করলাম,

– ভাই গরু কোনদিকে বলতে পারেন?
– কি! গ..গরু?
– জ্বী।
– চিড়িয়াখানায় আসছের গরু দেখতে?
– কেন, গরু নাই?
– আছে, থাকবে না কেন!
– কোনদিকে?
– জানি না!

…অতঃপর দুই মিনিটের কাছাকাছি সময়ে গরু খুঁজে পেলাম। গরুর পাশে দন্ডায়মান প্রেমিকা! প্রমিকার কাছাকাছি গেলাম। সে আন্টির চোখ ফাঁকি দিয়ে ফিসফিস করে বললো,
তুমি আসলেই একটা গরু… গরু খুঁজতে এতোক্ষন লাগে…?!

জাহিদ রাজ রনি

প্রথম প্রকাশ: ভবিষ্য পুরাণ ব্লগ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:০০

তাছনীম বিন আহসান বলেছেন: মজা পাইলাম

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার জন্যে শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.