![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমানবন্দরের রাস্তায় রিকশা দেখে মিসাকি যেমন অবাক হয়েছিল, সে রকমই বড় বড় চোখ করে খুব কাছ থেকে মহব্বত আলীর রিকশা দেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। চারদিক থেকে ঘুরে ঘুরে দেখে ভ্রু কুঁচকে ডিকশনারির বাংলায় বলল, ‘এই বাহনে আসন গ্রহণ করব কীভাবে?’
—এই যে, এই সিটে বসে।
—সিটবেল্ট নেই!
আমি বেশ আয়েশি ভঙ্গিতে রিকশার সিটে বসে প্রমাণ করতে চেষ্টা করলাম, ব্যাপারটা মোটেই এ রকম কিছু না। মিসাকিকেও উঠে আসতে বললাম। মিসাকি আমার পাশে মূর্তির মতো জড়সড় হয়ে বসে এক হাতে হুড অন্য হাতে আমার বাহু ধরে বিড়বিড় করে কিছু বলল। এতক্ষণ পাশে দাঁড়িয়ে হাসছিল রিকশাচালক মহব্বত। মহব্বত আলী আমার পূর্বপরিচিত। তাকে বললাম, ‘না হেসে চালাও এবার...খুব ধীরে চালাবা।’ মহব্বত আলী সম্ভবত মিসাকির রিকশাভীতি দেখেই তার রিকশাচালক জীবনের সবচেয়ে বিপজ্জনকভাবে রিকশা চালাতে লাগল!
মিসাকি কাঁদো কাঁদো চোখে একবার আমার দিকে, একবার সামনের দিকে তাকাতে লাগল। এই বিলিতি সুন্দরীকে এখন মনে হচ্ছে, বাবার বাড়ি নাইয়র খেটে শ্বশুরবাড়ি ফিরতে থাকা কোনো মন খারাপ বধূ! আমি মিসাকির আঙুল ধরে বললাম,
—কেমন লাগছে?
—আমি কিছু বোধ করছি!
—এখানে ‘বোধ’-এর চাইতে অনুভব শব্দটা সুন্দর।
—কথা বলো না, প্লিজ!
—কেন?
—আমাকে অনুভব করতে দাও!
আমি মিসাকীকে দেখতে লাগলাম। টিএসসির রাস্তায় শত রিকশার ভিড়ে মহব্বত আলীর রিকশা এখন বেশ স্বাভাবিকভাবেই চলছে। মিসাকির চোখে আনন্দ আর কৌতূহল। প্রথমবার ট্রেনের ছাদে বসে ভয় কেটে যাওয়ার পর কোনো কিশোরের যেমন অনুভূতি হয়! এই রিকশা চলুক, আজ আমাদের তাড়া নেই।
জাহিদ রাজ রনি
প্রথম প্রকাশ: ১০ জুন ২০১৭, ছুটির দিনে, প্রথম আলো।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০
অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার জন্যে শুভকামনা
২| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১
ইরুন বলেছেন: টাইটেল দেখেই মনে হচ্ছিলো, গতকাল এই লেখা পড়েছি। পরে দেখতেছি ঘটনা সত্যি।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৬
অঘ্রান অভ্রু বলেছেন: হা হা, লেখাটা আমার। ধন্যবাদ
৩| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২
মোস্তফা সোহেল বলেছেন: গতকাল শিরোনাম দেখেছিলাম কিন্তু পড়া হয়নি।
এখন পড়ে ভাল লাগল।
১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩২
অঘ্রান অভ্রু বলেছেন: অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ
৪| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
জাহিদ অনিক বলেছেন: বাহ ! বেশ । রিক্সা চলুক তাহলে
১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩২
অঘ্রান অভ্রু বলেছেন: চলুক, মিতা!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪২
বিজন রয় বলেছেন: মাঝে মাঝে রিকসায় চড়া ভাল লাগে।
অভিনন্দন।