নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

সহযাত্রী

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩


বাসের এক আসনে তিনজন বসা যায় না। আমার সহযাত্রী মধ্যবয়সী নারী তাঁর দুই মেয়েকে নিয়ে বসেছেন। বড় মেয়ে মায়ের পায়ের সামনে দাঁড়ানো। বয়স পাঁচ কি ছয় হবে। ছোটটা মায়ের কোলেই ঘুমাচ্ছে। আমি ভদ্রতার খাতিরেই বললাম, ‘ওকে আমার কোলে দিন’। ভদ্রমহিলা প্রথমে নরম গলায় আপত্তি করলেও শেষে ঘুমন্ত বাচ্চাটাকে আমার কোলে দিলেন।

বাচ্চাদের একটা ব্যাপার হলো, তাদের হাতের তালুতে আঙুল দিলে তারা নরম তুলতুলে হাতে আঙুল শক্ত করে চেপে ধরে। আমি তার হাতের তালুতে আঙুল দিলাম। সে ঘুমের মধ্যে আমার আঙুল চেপে ধরল নরম হাতে। ভদ্রমহিলা বাচ্চাটাকে ডেকে ঘুম থেকে তোলার চেষ্টা করছেন কিছুক্ষণ পরপর। সে উঠছে না দেখে ভদ্রমহিলা বললেন, ‘এই যে আমরা বাবার কাছে চলে আসছি। বাবাকে দেখবা না মা?’

আমি অবাক হয়ে দেখলাম, দু-তিন বছরের মেয়েটা আমার কোলে নড়েচড়ে বসে চোখ খুলল! একবার মায়ের দিকে তাকাল, একবার আমার দিকে। আমি বললাম, ‘ওর বাবা কোথায়?’ ভদ্রমহিলা মাথা নিচু করে বললেন, ‘জেলে। আমরা ওর বাবাকে দেখতে যাচ্ছি!’

আমি আর কিছু বললাম না। বাসের জানালা গলে বৃষ্টির ছাট আসছে গাজীপুরের রাস্তায়। ঘুম ঘুম চোখে বাচ্চাটা হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছে ভেজা জানালা। বাবা তার সন্তানের এই বেড়ে ওঠা দেখছে না, সন্তান তার বাবাকে দেখছে না। পৃথিবীতে কতগুলো মানুষ কত অদ্ভুত উপায়ে কষ্টে আছে! জগৎময় এত সুখ থাকতে, মানুষ কোন সুখের জন্য অপরাধ করে!

জাহিদ রাজ রনি
প্রথম প্রকাশ: ১২ আগস্ট ২০১৭, ছুটির দিনে, প্রথম আলো

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

ওমেরা বলেছেন: সুখটা কি আমরা বুঝি না তাই !!

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০১

অঘ্রান অভ্রু বলেছেন: বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন, এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

আনু মোল্লাহ বলেছেন: জগৎময় এত সুখ থাকতে, মানুষ কোন সুখের জন্য অপরাধ করে!

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০২

অঘ্রান অভ্রু বলেছেন: চোখের পাতা মেললেই সুখের দেখা মিলে

৩| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: ওমেরা বলেছেন: সুখটা কি আমরা বুঝি না তাই !!

৪| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.