![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭২ ঘন্টার জন্য ফেসবুকে ব্লক ছিলাম। কারো টেক্সট, কমেন্টস কিছুই রিপ্লাই দিতে পারিনি। তবে ফেসবুক ব্লকের কারনটা বেশ ইন্টারেষ্টিং। অনেকে বিষয়টা জানেন; কিন্তু আমার মতো যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি। জরুরী পোষ্ট, অবশ্যই পুরোটা পড়বেন।
আমার পরিচিত একজন হোয়াটসএপে একটা ছবি পাঠিয়ে আমাকে বললো, ছবিটা আমি যেনো তাকে ফেসবুকে পাঠাই, বিশেষ দরকার। ছবিতে বৃষ্টির মধ্যে একটা ছোট বাচ্চা মাছ ধরছে, তার পরনে ছিঁড়া হাফপ্যান্ট। আমি ছবিটা ডাউনলোড করে তাকে ম্যাসেঞ্জারে পাঠাই। তার কয়েক মিনিট পরই ফেসবুক থেকে নোটিফিকেশন এলো, “সেক্সুয়াল হ্যারেজমেন্ট” এবং “পর্ণোগ্রাফি” শেয়ার করার কারনে আমার একাউন্ট ৭২ ঘন্টার জন্য ব্লক!
আমি ধরেই নিলাম, কোন গ্রুপ আইডিতে রিপোর্ট করেছে। গতকাল নেটে “ফেসবুক ব্লকের কারন” টাইপ লিখে সার্চ করে ইন্টারেষ্টিং তথ্যটা পেলাম। কোন বাচ্চার ছোট বেলার বিকৃত ভঙ্গির ছবি ফেসবুকে শেয়ার করলে,বড় হয়ে ওই ছবির কারনে তাকে হিনমন্যতায় ভুগতে হয়; তাই ফেসবুকে এ ধরনের ছবি শেয়ার করলে স্থায়ী ভাবে ব্লক হয়ে যেতে পারে একাউন্ট।
এবার আমি হোয়াটসএপে পাঠানো সেই ছবিটা আবার দেখে আবিষ্কার করলাম, ছবিটায় বাচ্চাটার ছিঁড়া প্যান্টের কারনে তার যৌনাঙ্গ দেখা যাচ্ছে। ছবিটাকে আমি গ্রাম বাংলার ঐতিহ্য টাইপ মজার কোন ছবি ভেবেছি, বাট ফেসবুক এর নতুন নিয়মে এটা “চাইল্ড পর্ণোগ্রাফি” ধরে নিয়ে এটা শেয়ার করার জন্য আমার একাউন্ট ব্লক করে দিয়েছে। কাজেই সাবধান থাকুন, বাচ্চাদের ছবি শেয়ারে।
জাহিদ রাজ রনি
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩
অঘ্রান অভ্রু বলেছেন: আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ
২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো তথ্য শেয়ার করলেন ভাই । ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৪
অঘ্রান অভ্রু বলেছেন: স্বাগতম, আমি নিজেই ভুক্তভোগী
৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: অথচ পাব্লিক ফিগার নামক কিছু প্রাণী ফেসবুকে ভার্চুয়াল পতিতাবৃত্তি করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
আমি এখন পর্যন্ত দেশি-বিদেশি মিলিয়ে প্রায় চল্লিশটাকে ব্লক দিয়েছি। পাব্লিক প্লেসে ফেসবুকিং করার সমায় হঠাৎ এগুলির ছবি এসে পড়ায় বিব্রত হতে হয়।
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫
অঘ্রান অভ্রু বলেছেন: কি বলবো, রুমে বড় ভাইরা আসলে মাঝেমাঝে ব্রাউজার মিনিমাইজ করে ইজ্জত রক্ষা করি। এসব ব্যাপারেও ব্যবস্থা নিবে আশা করি।
৪| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮
সুমন কর বলেছেন: ভালো তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫
অঘ্রান অভ্রু বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকেও
৫| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪
ওমেরা বলেছেন: বাঃ ! ভাল তো ব্লগে দিলে কোন সমস্যা নেই ।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭
অঘ্রান অভ্রু বলেছেন: ব্লগে দিয়ে তো সমস্যায় পড়েনি এখনো। নেই নিশ্চয়ই
৬| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০
নতুন বলেছেন: এই রকমের ছবি কোথাও দিতে নাই।
ছবিটি এডিট করে দিন.... এটা চাইল্ড পণ`এর মধ্যই পড়ে...
ব্লগেও এই রকমের ছবি ব্লক করা উচিত...
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫
অঘ্রান অভ্রু বলেছেন: এডিট করে দেয়া হলো
৭| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: ব্যাপারটা জানিয়ে দিয়ে একটা ভাল কাজ করেছেন। ভবিষ্যতে অন্যেরা এ ব্যাপারে সতর্ক ও সাবধান থাকবে।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৮
অঘ্রান অভ্রু বলেছেন: সেই উদ্দেশ্যেই জানানো। আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ
৮| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০
অপর্ণা সেন বলেছেন: ফেসবুক-কর্তৃপক্ষকে ধন্যবাদ।
এতে আমাদের দেশের সহ বিশ্বের বিপথগামী মানুষেরা সাবধান হবে।
আর মানুষের সম্মান রাখতে বাধ্য হবে।
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
অঘ্রান অভ্রু বলেছেন: হ্যা, এমন একটা পদক্ষেপ গ্রহণের জন্যে ধন্যবাদ তো প্রাপ্যই!
৯| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
অঘ্রান অভ্রু বলেছেন: স্বাগতম।
১০| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগে নেংটা একটা ছেলের ছবি পোস্ট করা হয়েছিল, কিচ্ছু হয়নি, উল্টা পাগল ডাকা হয়েছে আপত্তিকর বলার কারণ।
১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২০
অঘ্রান অভ্রু বলেছেন: ব্লগেও এ ধরনের নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করি
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ তথ্য শেয়ার করলেন।