নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি \'জাহিদ রাজ\' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

অঘ্রান অভ্রু

একদিন কাক হয়ে উড়াল দিবো

অঘ্রান অভ্রু › বিস্তারিত পোস্টঃ

অ-বর্গীয় প্রেম

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০


আমার পকেটে আছে মোট তেইশ টাকা। অনুস্মিতা এর মাঝেই আবদার করে বসলো, চলো বেলুন ফুটাই! পকেটের সর্বশেষ তেইশ টাকা জলাঞ্জলি দিয়ে পাখি মারার পাইপগানে বেলুন ফুটানোর ব্যাপারটা আমার কাছে অনর্থক মনে হলে, আমি ক্ষীণ গলায় প্রস্তাব দিই- তার চেয়ে আমরা বরং দুইকাপ চা খাই!

সামনের স্বল্প দূরত্বের একটা চায়ের দোকান দেখিয়ে আমি বলি, এখানকার চা অসাধারণ! সত্যি বলতে পূর্বে ওই দোকানে আমি কখনোই চা খাইনি! অনুস্মিতা আমার প্রস্তাবে রাজি হলেও বেলুন না ফুটানোর একটা আক্ষেপের চাপ তার চেহারায় রয়ে যায়। আমি বলি,

- অনুস্মিতা নামের অর্থ কি জানো?
- জানি না! নিশ্চয়ই ভালো কিছু!
- 'অ' বর্গীয় নাম! অ দিয়েই যত সমস্যা!
- যেমন?
- অসুখ, অসভ্য, অমানুষ, অমানবিক, অনুস্মিতা!

এতে অনুস্মিতা আমার হাতে কিল মেরে খিলখিল করে হাসতে থাকে। আমিও হাসি! এই যে হাসিটা হাসি; এটা একটা নকল হাসি। অনুস্মিতা যদি কোনদিন ঘাড় ব্যাকা করে বলে, 'এই চোখের দিকে তাকাইয়া হাসো তো!' তাইলেই আমি ধরা খেয়ে যাই! পকেটে তেইশ টাকা নিয়ে মনখুলে হাসা যায়না।

তবে অনুস্মিতা 'খিল খিল' হাসিটা রূঢ় সত্য। এই হাসিটা শুনলে মনে হয় অনেক দূরের কোন মন্দিরের শাঁখার আওয়াজ! এইসব অনুস্মিতারে বলি না। বলি না নিজের দুরবস্থা বিবেচনায়। আমি এক নিগৃহীত অভিনয় করে অনুস্মিতারে বলি, 'হাসি না কাকের ডাক!' অনুস্মিতা এতে আহত হয়না। অনেক দূরের মন্দিরের শাঁখার আওয়াজ তুলতে তুলতে সে ভেঙ্গে পড়ে!

অ-বর্গীয় প্রেম | জাহিদ রাজ রনি

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২

জাহিদ অনিক বলেছেন: পকেটে তেইশ টাকা নিয়ে মনখুলে হাসা যায়না। - ভাল লাগলো

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

অঘ্রান অভ্রু বলেছেন: ধন্যবাদ, মিতা।

২| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: এই চোখের দিকে তাকাইয়া হাসো তো!' তাইলেই আমি ধরা খেয়ে যাই! পকেটে তেইশ টাকা নিয়ে মনখুলে হাসা যায়না।

সত্যি ভাই,,,,টাকাটা এমোন একটা জিনিস,না থাকলে তার সাথে কিছুই থাকে না।
শুভ কামনা ভাই।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

অঘ্রান অভ্রু বলেছেন: টাকাই সব!
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ

৩| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৭

প্রতিভাবান অলস বলেছেন: বেশ সুন্দর।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬

অঘ্রান অভ্রু বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে

৪| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

ওমেরা বলেছেন: ২৩ টাকা না পকেটে ৫ টাকা নিয়েও মন খুলে হাসা যায় শুধু মনে করবেন পকেটে ৫ টাকা না ৫ হাজার টাকা আছে !

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

অঘ্রান অভ্রু বলেছেন: নিজিকে ধোঁকা দেয়া আরকি! B:-)

৫| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮

মৌমুমু বলেছেন: সামনের স্বল্প দূরত্বের একটা চায়ের দোকান দেখিয়ে আমি বলি, এখানকার চা অসাধারণ! সত্যি বলতে পূর্বে ওই দোকানে আমি কখনোই চা খাইনি।
ভালো লাগলো। হয়তো এটাই বাস্তব কিন্ত যাকে ভালোবাসেন তার কাছে কেন এত গোপনীয়তা? ভালোবাসার মানুষের কাছে কিছু গোপন রাখতে নেই। হয়তো সে যদি জানতো আপনার পকেটে তেইশ টাকা তবে সে যদি আপনাকে সত্যি ভালোবাসতো তবে সেই নিজ থেকে বলতো চলো কোথাও বসে বাদাম খাই। গোপন করা ব্যাপারগুলো হঠাৎ প্রকাশ পেলে সেটা যে আরো কষ্টের!!
তবে প্রথম লাইনের বেলুন ফুটানোটা, আমারো কিছু শখের মধ্য একটা ছিল। যদিও শখটা একবারই পূরন হয়েছে। যিনি পূরন করেছিলেন তার কাছে কৃতজ্ঞ!
ভালো থাকবেন।
শুভকামনা রইল।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

অঘ্রান অভ্রু বলেছেন: চমৎকার বলেছেন। এটা কেবলই গল্প, তবে বাস্তবে প্রয়োগ করতে গেলে অবশ্যই সত্যটাই বলবো।
আপনার জন্যে শুভকামনা আর সময় নিয়ে এতো বড় মন্তব্য লিখার জন্যে ধন্যবাদ

৬| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪০

মানিজার বলেছেন: টাকা পয়সার সমাধান না করে বেশি পেম করাডা ঠিক না ।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

অঘ্রান অভ্রু বলেছেন: তেইশ টাকা নিয়ে প্রেম করাটা অপরাধের পর্যায়ে পড়ে! /:)

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি চলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.