![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহিংসতার প্রতিবাদ ১
গণতান্ত্রিক অধীকার হরণ করে সাধারণ মানুষ পুড়িয়ে মারতে উষ্কেদিচ্ছে সরকার। আর বাকি কাজটা পেট্রোলবোমা দিয়ে সম্পূর্ণ করছে বিরোধীদলগুলো। মাঝখান থেকে জনগণ স্বজন হারাচ্ছে।
। জনগণের চিন্তা না করে শুধু ক্ষমতায় যাওয়ার লোভে যাঁরা এসব করছেন ও করাচ্ছেন এঁদের স্বরণ করে আজ থেকে যখন মনে হবে তখনই "ঘৃণায় থু তু নিক্ষেপ কর্মসুচি" পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অনেক সহ্যকরেছি আর নিতে পারছি না! কেউ আগ্রহী হলে স্ব স্ব স্থান থেকে ঘৃনাপ্রকাশের অংশ নিতে পারেন। জানি তাতেও এদের লজ্জা হবে না। এও মানি ও বিশ্বাস করি, দুইদলের সৎ বিচক্ষণ ব্যক্তিরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। তবুও থু ফেলব এই কারণে যে, পেট্রোলের আগুন আমার মনেও দারুণ ফোসকা ফেলেছে তাই মনেমনে তাদের গায়ে থু ফেললে নিশ্চয় রাষ্ট্রদ্রোহিতা হবে না। নাকি ফোসকা পড়লেও চিৎকার করতে পারব না!
©somewhere in net ltd.