![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহিংসতার প্রতিবাদ ২
একদিকে কোনঠাসা বিএনপি মানুষ মেরে শক্তি প্রদর্শন করছেন। অনেকে উষ্কানি দিয়ে বলেন বিএনপি আন্দোলন করতে পারেনা! তাই এঁরা আন্দোলন কারে কয় তাই বোঝাচ্ছেন। তাঁরা ভাবছেন জনগণ যেহুতু গণতন্ত্র চায় তাই লাগাতার অবরোধে মানুষ মারতে থাকলে একটা পর্যায়ে সরকার মানতে বাধ্য হবেন। আর তাহলেই সামনেরবার ক্ষমতায় থাকতে পারবে বি এন পি।
অন্যদিকে মানুষ পুড়ে কয়লা হয়ে যাচ্ছে আওয়ামী সরকার তামাশা দেখছেন।নানান কিসিমে হুমকি ধামকি দিয়ে পরিস্থিতি উষ্কে দিচ্ছেন যাতে করে আরো কিছু সাধারণ মানুষ মরে, তাতে বি এন পি র জনপ্রিয়তা কমবে। আর হুযুগে বাংগালীর সমর্থন সরকারের পক্ষে বেড়ে যাবে তাহলেই সামনেরবার ক্ষমতায় থাকতে পারবে আওয়ামীলীগ সরকার ।
মাখখানে কিছু মানুষ ক্ষোভে,বিরক্তিতে,লাঞ্চনায় ক্ষণকালের জন্য ভাবেন, দুই দলের ক্ষমতা লোভীদের বাসে তুলে পেট্রোল ছিটিয়ে দেয়,,, কিন্তু পরক্ষনে নিজেদের সংবরণ করেণ। এনারা জানেন যে শকুনের দোয়ায় গরু মরে না! আর এই পালের গোদাদের মারলে দেশ চালাবে কে?
নানান দল নানান মত, যে যার মতন চলছে চলবে, এভাবে তো ঠিক চলছে না! দেশ অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আজ একজন পুড়ে ছাই হয়েছে কাল আমি বা আপনি ছাই হবো! এ হয় না। চলুন সবাই একসাথে আওয়াজ তুলি ফেসবুক ব্লগ সবখানে স্থায়ী সমাধানের জন্য ভিষণ চাপ প্রয়োগে অনুরণন সৃষ্টি করি ।
©somewhere in net ltd.