![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত বরণের নামে কি হচ্ছে এসব! বাংলা সংস্কৃতি ঠিক কোনদিকে মোড় নিচ্ছে কেউ কি ভাবছেন? যে যার সুবিধামত নিজের জৈবিক চাহিদামেটাচ্ছেন! হলুদ কিংবা বাসন্তি রঙের শাড়িতে আমার কোন এলার্জি নাই, কিন্তু যখন দেখি এ দেশের বহুপূরোনো মূল্যবান ঐতিহ্য ও সংস্কৃতিরনামে চলে অকথ্য বেহায়াপনা ও প্রকাশ্যে পাশ্চাত্য সংস্কৃতির দারুণ চর্চা তখন সত্যি ভিষণকষ্ট লাগে! কী কী নষ্টামো চলে, জানাতে লিখতে বসি নাই। তারপরেও এতো উদ্বেগের কারণ জানতে চাইলে বলব আপনার বাড়ির সামনের পিচঢালা রাস্তার মোড়ে একটু লক্ষ্য করুণ, দেখবেন রিক্সাগুলো যেন ভ্রাম্যমান পতিতালয়। আর অন্যকিছু দেখতে চাইলে দেখবেন সবুজ বাংলার গাছের গোড়ায় যেন শুধুই বিষধর সাপের আবাদ! সেসব কথা নাহয় নাই বললাম।
এদেশের সংস্কৃতিমান ও সংস্কৃতিমতি কারা? কাদের দায়ীত্ব সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটানো? কারা বলে দেবেন ওটা বাংলা সংস্কৃতির অংশ আর এটা নয়? কে শেখাবে সাংস্কৃতিক মূল্যবোধ?
যদি সেমন কেউ না থাকেন! তবে আমাদেরই জানতে হবে, নিজে ও নিজেদের বাঁচার তাগিদে। এ প্রজন্মকে হয় বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে হবে নয়তো এইডস সস্পর্কে জানতে হবে। সুযোগ পেলেই শুধু খাই খাই স্বভাবটা একটু পরিবর্তন করা দরকার। আমার আপনার এ স্বভাবের জন্য গোটা জাতি কোনদিকে যাচ্ছে একটু লক্ষ্য করুণ। পার্ক, চিড়িয়াখানা, আবাদি ক্ষেত কাদের দখলে?
আমাদের নির্বোধ পাংকু তরুণ প্রজন্মই সংস্কৃতির ধারক ও বাহক হতে পারে না। জি আপনার মুক্তবুদ্ধি আছে, আপনি সংস্কৃতিমান কিংবা সংস্কৃতিমতি তবে আপনাকেই বলছি, আপনার সাংস্কৃতিক মুল্যবোধ আজ পতিতাবৃত্তিতে লিপ্ত! আওয়াজ করছেন না কেন? কেন বলছেন না, এ ঠিক নয়। এইভাবে ঠিক হয় না। আমরা কি সবাই মজাদেখছি! হেঁয়ালি করতেই করতেই বাংলার সব লুট হয়ে যাচ্ছে! আজ বসন্তেই এমন! কাল ১৪ই ফেব্রুয়ারি! ইশ্বর ক্ষমা করো।
নানান রঙের শাড়ি বিদেশি ঢং এপড়ে, দূর্গন্ধযুক্ত কড়া পারফিউম দিয়ে যাঁরা সেলফি তুলছ, খবরদার তোমাদের সেলফিতে আমাকেও সাথে নিতে, ভীষণকাছে এসো না! বিশ্বাস কর আমার ঘেন্নাকরে! ধাক্কাদিয়ে শীতেরদিনে পানিতেও ফেলে দিতে পারি। মাইন্ডইট।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
রাজজাকুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিলু অনুপ্রাণিত করার জন্য।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
অবনি মণি বলেছেন: এতো সত্যি কথা বলার জন্য আপনাকে অনেক অভিনন্দন ! এই দিনে কখনো বাহিরে বের হইনি কিন্তু আজ ক্লাস ছিল বলে বের হতে হয়েছে তারপর আপনি যা বললেন তাঁর মুখোমুখি হলাম !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
রাজজাকুর বলেছেন: একটা বিষয় লক্ষ্য করেছেন স্বাভাবিক মানুষ যারা তাদের হাঁটা চলাও বন্ধ হয়ে যাচ্ছে। যেন ঘোষণা দিয়েছে হয় অস্বাভাবিক হতে হবে নয়তো এসবদিনে বেরুতে পারবে না।দেশটা চিড়িয়াখানারমত হয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
নিলু বলেছেন: ভালই লাগলো পড়তে