![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশের চেতনা শুধুই ফুল দিতে বলে না!আমাদের কারোকাছে জিম্মি হয়ে থাকতে বলে না! একুশ আমাদের দাবীর কথা বলে, একুশ স্বাভাবিক মৃত্যুর অধিকারের কথা বলে। একুশ, পেট্রোলবোমার আগুনে দগ্ধহয়ে মরতে বলে না! বার্ন ইউনটে চিৎকার করে কাঁদতে বলে না! নিরাপত্তাবাহিনীর হাতে গুলি খেয়ে মরতে বলে না! ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে বলে না! একুশ বলে মাসেরপর মাস এদেশে অবরোধ চলতে পারে না! একুশ কোন অবরোধ মানে না। একুশ কোন আমলাতান্ত্রিক জটিলতা মানে না।একুশ রাষ্ট্রযন্ত্রের মানেনা কোন ছলনা ।একুশ বলে দুই পিশাচের কাছে মাথানত করো না!
বাঙালী যদি চায়, একদিনেই সবসমস্যার স্থায়ী সমাধান করতে পারে। আমরা শুধু হাতে-হাত ধরে গোল হয়ে দাঁড়াব! সব রাজনৈতিক দল শহীদমিনারে আসবে! উন্মুক্ত মাঠে আমাদের সামনেই আলচনায় বসবে! না বসলেও বসাব, গোল হয়ে দাড়াব...!!! একুশ দাবী আদায়ের কথা বলে, আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই, সুস্থ্য গণতান্ত্রিক সরকার চাই, কার্যকরী বিচক্ষণ বিরোধী দল চাই, ভোট দেয়ার অধিকার চাই, কোটামুক্ত বাংলাদেশ চাই...সব চাওয়াগুলোকে পাওয়ায় রুপান্তর করতে চাই। একুশের চেতনা নিয়ে শহীদমিনারে আসুন, জি হ্যাঁ প্রতুতি নিয়ে আসুন, যেন দেশের পরিস্থিতি অস্বাভাবিক রেখে ফিরতে না হয়! এদেশ কারো বাবার নয় কিংবা কারো স্বামীর নয় আর এদেশটা পাকিস্থান নয়। এদেশ আমাদের প্রিয় বাংলাদেশ। এর দেখভালের দায়িত্ব সাধারণ জনগণের।
আমি আসছি, প্রিয় ডেইজিফুল নিয়ে শহীদমিনারে। যদি দেশের পরিস্থিতি অস্বাভাবিক রেখেই ফিরতে হয় তবে বলেরাখছি সাথেকরে প্রিয় ডেইজিফুল ফেরত নিয়ে আসব! কারণ একুশের চেতনা শুধুই ফুল দিতে বলে না!!!
©somewhere in net ltd.