![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশে ন্যায়বিচার পাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হয়; দিনের পর দিন। তবুও যখন বিচার মেলেনা তখন রাস্তা অবরোধ করে মানুষ মানুষকে জিম্মি করে। আর বুক পেতে দেয় পুলিশের কাছে অত্যাচারিত হবার জন্য। পুলিশ লাঠিপেটা করে, গরমপানি ছিটিয়ে দেয়, টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে দেয়। আবারো প্রতিবাদী মানুষ সংঘবদ্ধ হয়, আবার রাস্তায় আন্দোলন করতে থাকে; তারা শুধু ন্যায়বিচার চায়। তাদের ঘামে ভিজে যায় মাটি, কারো কারো রক্তে রঞ্জিত হয় রাজপথ। তবু ন্যায় বিচার মেলেনা!! অপেক্ষা করতে হয় অনন্তকাল, করি; কিন্তু ন্যায়বিচার মেলে না।
হা হা হা! এদেশে ন্যায়বিচার পাবার জন্য আন্দোলন করতে হয়!! এদেশ আমারি.....আমরা আজো হত্যার বিচার চেয়ে অপেক্ষায় আছি।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২
বিজন রয় বলেছেন: এদেশ সবার।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫
বিপরীত বাক বলেছেন: যেখানে অপরাধ কি বা কে করেছে সেটারই ঠিক নেই সেখানে ন্যায়বিচার আসবে কোথা থেকে?