![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথা ব্যথায় টন্ টন্ করছে দিশেহারা আমাদের হৃদয়। মানুষের মুন্ডুটা তো বোঁটার ফুল নয় যে, ইচ্ছে করলেই ডিবি পুলিশ ছিঁড়ে নেবে! ছাত্রদের মুন্ডুটা তো আর ফুটবল নয় যে, সেটা দিয়ে ছাত্রলীগ ফুটবল খেলবে! কিন্তু এ বৈষম্যের দেশে সবি চলে সেজন্যই তো দারুণ সম্ভাবনাময় দেশ বাংলাদেশ! এখানে চাকুরির জন্য মেধার দরকার হয় না কোটা থাকলেই হয়।
যেখানে বিশ্ববিদ্যালগুলোতে ছাত্র হত্যার বিচার হয় না সেখানে মারপিটের বিচার চাওয়াটা বেশ হাস্যকর বটে! টিভিতে মারপিট দেখে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেন আর দর্শকমহল মানে জনগন আবেগে চোখ বন্ধ করে ফেলেন। তাতে যদি দু'এক ফোঁটা জল গড়িয়ে যায় সেটি নিশ্চয় ধর্তব্যের বিষয় নয়।
ছাত্রলীগ ভাইদের পা এতটা লম্বা হয়েছে যে, আমাদের মুখে এসে লাগছে। 'ছাত্রসমাজ এই অবাঞ্চিত পা লইয়া কী করিবে'?
২| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৪০
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন:
৩| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২২
সাইন বোর্ড বলেছেন: দুচোখ বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই ।
৪| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: আমি ক্ষমতায় থাকলে ছাত্রলীগকে অফ করে দিতাম।
৫| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৩২
নাহিদ০৯ বলেছেন: আমাদের এই দেখা দেখিতেই আনন্দ। সবাই পিঠ বাঁচিয়ে বেঁচে আছি।
৬| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৯
ক্স বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশে বিএনপি'র মত দল নিজেদের বিরোধী দল দাবী করে সে দেশে এসব ঘটতেই থাকবে..
যে দেশে আন্দোলনের নামে 'বন্যার পর' 'ঈদের পর' করে নেতা নামে খোদার খাসীগুলো নিজেদের আরাম আয়াসে মত্ত থেকে, সে দেশের কপালে এই জুটবে।
ছাত্রলীগ বরং ভাল। ক্ষমতায় গিয়েও তার এক মুহূর্তের জন্য আরাম আয়েস করেনি - নিজেদের দায়িত্বের ব্যাপারে তারা পূর্ণ সচেতন।
ছাত্রলীগ নেত্রির গলায় জুতার মালা পরানো কি জিনিস আর সাপের লেজে পাড়া দেয়ার পরিণতি কি - আন্দোলন কারীরা এবার টের পাবে।
৭| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯
টারজান০০০০৭ বলেছেন: আজ ছাত্রলীগের পা উঠিয়াছে , কাল উহা ছিল ছাত্রদলের , পরশু ছিল ছাত্র শিবিরের তার আগে অন্যকোন দলের ! যাহাদের পা ওঠে তাহারা কোন দলের নহে ! তাহারা ক্ষমতাবানদের ! যখন যাহাদের হাতে ক্ষমতা থাকে, প্রভাব থাকে তাহাদের পা উনাদের হইয়া ভাড়া খাটে !
কোটা আন্দোলন যৌক্তিক সন্দেহ নাই ! তবে অনর্থক মনে হইতেছে ! যেখানে দলীয় পরিচয় , টাকা , মামা-চাচা-খালু না থাকিলে সরকারি চাকুরিই হয় না সেখানে কোটা থাকিলেই কি আর না থাকিলেই কি ?
হ্যা, একখানা উপকার হইতে পারে , যাহারা মনের সুখে কোটা দেখাইয়া এক চাকুরী হইতে আরেক চাকুরীতে ঘুরিয়া বেড়ান তাহাদের ঘুরিয়া বেড়ানো বন্ধ হইবে !!
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৮ রাত ১২:৫৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দেশে বিএনপি'র মত দল নিজেদের বিরোধী দল দাবী করে সে দেশে এসব ঘটতেই থাকবে...