![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সতর্কতা:লেখকের লিখিত অনুমতি ব্যতিত এ ব্লগের কোন লেখার অংশবিশেষ অথবা সম্পূর্ণ লেখা বহুবু বা আংশিক পরিবর্তন করে পুনরায় পোস্ট দেয়া, বই বা সিট আকারে ছাপা বা কোন প্রকার বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কোন রেফারেন্স দেয়ার ক্ষেত্রে লেখকের নাম ও তথ্যসূত্র উল্লেখ করে এটি ব্যবহার করা যাবে।
মেঘের মেয়ে,
তোমায় দিলাম একবিন্দু শিশির!
তুমি হাসতেই পারো
অতি তুচ্ছজ্ঞানে;
তাতেই আমার তুষ্টি।
আমিতো জানি
আমার এই উত্তাপ ভেঙ্গে
কতখানি হাঁড় কাঁপানো শীতল জমালে
জমাট বাঁধে এক বিন্দু শিশির।
মেঘের মেয়ে,
সূর্য সন্তান আমি,
শতকোটি উত্তাপ ভেঙ্গে
জমিয়েছি এক বিন্দু শিশির,
তোমায় দিলাম একবিন্দু শিশির!
এপ্রিল ১৫, ২০১৮
২| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৬
রাফা বলেছেন: কতখানি হাঁড় কাঁপানো শীতল জমালে-
জমাট বাঁধে এক ফোঁঁটা শিশির।
ভাবনার খোরাক আছে পংতিতে।
চমৎকার কবিতা পড়লাম,
ধন্যবাদ,মি.র.চৌধুরী।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৩
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার l+
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৬
সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: বেশ সুন্দর,ভালো লাগলো,শুভেচ্ছা নেবেন,ভালো থাকবেন!
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: হুম প্রেম অনেক রকমের হয়। এর মদ্যে একটা দাম্ভিক প্রেম।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: ভাল আছেন?
প্রায় ৪.৫ বছর পর পোস্ট দিলেন!!!!
যদিও ব্লগিং এর বয়স ০৭ বছরেরও বেশি।
লিখুন ও পোস্ট করুন নিয়মিত।
শুভকামনা রইল।