![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়েল আবদুল্লাহ, সম্পাদক, লিটল ম্যাগ রূপান্তর ময়মনসিংহ
এই অবারিত ব্রহ্মপূত্র বয়ে যাবে
সীমাহীন নগর চিড়ে নগরের দিকে
দুধ শাদা কার্পাস উড়ে উড়ে যাবে
মেঘের সাথে বন্ধুত্বের গর্ববোধ নিয়ে
কিংবা কিংবদন্তীর উদ্ভাসিত শ্লোগানে
গর্জে উঠা কাব্যিক হাসির মতো
মিশে যাবে আন্তরিক বেদনায়।
আর তুমি কেবল ঝড় তুলে যাবে
বিভাষিত নদীর স্রোতের সড়ক ধরে
সীমাহীন বিষন্নতার গহীণে |
আর তুমি স্মৃতির তুলসি তলায়
সান্ধ্য ধোঁপে প্রস্তরিভূত হাওয়ার অন্ধকারে
কবিতার শব্দ খুঁজে হবে শামুক|
আমিও নিঃশব্দ শঙ্খচিলের মতো
নিরবে এসে ছুঁয়ে যাবো তোমায়
কিংবা তোমার চিবুক,
ঠোঁট ,
চোখ,
যা এখন কেবলি পাথর |
সে পাথর কেটে মনুমেন্ট হবে
কবিতার ভাঁজে ভাঁজে শোভা পাবে নিরন্তর |
©somewhere in net ltd.