![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়েল আবদুল্লাহ, সম্পাদক, লিটল ম্যাগ রূপান্তর ময়মনসিংহ
ছইয়া নায়ের মাঝি তুমি
আছ কোন সুদূরে
ভাটির দেশে যাব আমি
দেখা দাও আমারে ।
বিয়ার পরে সেই যে আইছি
আজও যাইনি বাড়ি,
পরতে পরতে গেছে ছিইড়া
আমার বিয়ার শাড়ি;
আমার গলার হার খুইলা দিমু
লইয়া গেলে দেশেরে ।
কতজনে যায় গো নায়র
আমার হয় না যাওয়া
কতদিন হয়নারে আমার
মায়ের আদর পাওয়া ।
বড় ভাইয়েও লয় না খবর
বউয়ের তালে পইড়া,
মনের আগুন জ্বলে দ্বিগুন
যাব বুঝি মইরা;
আমার নাকের বেসর খুইলা দিমু
পৌছাই দিলে বাড়িরে ।
©somewhere in net ltd.