![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়েল আবদুল্লাহ, সম্পাদক, লিটল ম্যাগ রূপান্তর ময়মনসিংহ
১।
মান করেছে খোকনসোনা
************************
খোকনসোনা মান করেছে
ফুলিয়েছে গাল,
ভাদ্র মাসে হঠাৎ সোনার
পড়ছে মাথায় তাল।
সোনা যাদের গড়তে গিয়ে
পাকিয়ে দিল চুল,
তারাই কিনা খোকার মাথায়
দিল ঢেলে ঘোল |
জাতির কাছে খোকার ঋণের
নেইকি কোন দাম,
ওরাই খাঁটি যারা খোকার
নিচ্ছে তুলে চাম |
দলাদলি হলাহলি
শিক্ষকেরাও বলি,
কারা দোষী কারা খুশী
কোন পথে চলি।
জাতির বিবেক ডুবো জলে
তুলবে তারে কে,
কিসের বিবেক দে ডুবিয়ে
পারলে দুহাত নে |
গুরুপেটা এই সমাজে
বেজায় লাগে বাসে,
উদোম গায়ে দাঁত কেলিয়ে
শুয়োর যেনো হাসে |
ওরে খোকা বুঝে নাও
কোথায় তোমার ভ্রম,
কাদের দিচ্ছ শিক্ষা তুমি
করছ পন্ডশ্রম।
একটু হেসে দাড়িয়ে পড়
কি আর হবে কেঁদে ,
দেশের কথা ভাবছ ভাবো
পাষাণ বুকে বেঁধে |
ওরে বৃষ্টি যা না সরে
দিচ্ছিস কেন তাড়া,
ঐ যে দেখ খোকা বাবুর
কান হয়েছে খাড়া।
(শাবিপ্রবিতে জাফর ইকবাল স্যারের উপর হামলার প্রতিবাদে লেখা)
২।
ছড়ড়া ----
সরকারি চাকুরে
-----------------------------
সরকারি চাকুরী জীবি
বিশাল একটি নাম,
বেতন বাড়ার আগেই বাড়ে
বিদ্যুৎ গ্যাসের দাম।
গ্যাস দিয়ে গাড়ি চলে
ঘরের রান্নায় খড়ি
মাস গেলে পকেট ফাঁকা
যেন গলায় দড়ি।
গাধার সামনে কলা ঝুলে
পায় না খেতে গাধা,
তাও আবার নেয় যে কেড়ে
উপরস্থ দাদা।
হাড় খাটুনি শ্রমের মূল্য
দেয় না ভাই কেউ,
বুকের মধ্যে কষ্ট কেবল
চোখে জলের ঢেউ।
ভাগ্য এমন দুখের আগুন
চারিদিকে জ্বলে,
সুখের স্বপ্ন স্বপ্নই থাকে
আশার বরই জলে।
৩।
টুকরো ছড়া
১.
তাই তাই তাই
গরু আনতে যাই
গরু এলো গুতো দিতে
পালাই পালাই।
২.
গরু গেলো ছুটে
মরি মাথা কুটে
৩.
পিছন পিছন দিলাম দৌড়
গরুর দেখা নাই
দৌড়ে আমার লুঙ্গি গেলো
গরু কোথায় পাই।
৪.
ওই গরুরে ধর
খোঁয়াড়েতে ভর
লম্বা লম্বা শিং গরুর
মনে লাগে ডর।
৫.
আজকে ঈদের দিন
গরু জবাই করবো
মাংস ভূড়ির ভোজন হবে
খেয়ে পেট ভরবো।
৬.
ওইরে আসে গরু তেড়ে
তেড়ে কেটে তাক
দে দৌড় দে দৌড়
আল্লাহ আল্লাহ ডাক।
৪।
ছড়ড়া : প্রেমপত্র
ঘরে ঢুকে খুন করে যাও
বিজিবি দেয়না বাঁধা
বসে বসে আঙ্গুল চুষে
সরকার পোষা গাধা।
বিজিবির ঠুশ গুলিতে
কয়জন ওরা মরে?
লাঠি কাদে নিয়ে ঘুরে
রাইফেল থাকে ঘরে।
বিএসএফ মেরে যায়
বিজিবি দেয় প্রেমপত্র
লোকদেখানো কর্ম সব
আকাম যত্রতত্র।
মানুষ মেরে ভূত করে যাক
কার কি আসে যায়
মাস গেলে রেশন বেতন
সবই ঘরে পায়।
দোষ হলো সরকারের
তা কহে কোন শালা
উচিত কথা কেউ কয় না
সবার মুখে তালা।
৫।
ছড়া: খোকার কাজ
----------------------------------
লিখতে বসলে হয় না লিখা
পড়তে বসলে পড়া,
কোন কাজেই মন বসে না
এখন কি যে করা।
সুযোগ পেলেই বরশি নিয়ে
মাছ ধরিতে যাই
মাছ ধরার মতন মজা
আর কোথাও নাই।
দাদু আমার মাছ ধরার
অনেক বড়ো সাথী
মাছ ধরি ফুলও পাড়ি
বসে মালা গাঁথি।
ব্যাঙ ধরতে সাপ মারতে
আছে আমার লাঠি
ঘুমের ঘোরে স্বপ্নে আমি
নিত্য পুকুর কাটি।
সেই পুকুরে ঘুমের ঘোরে
ভাসাই কত নাও
কেন সবে ডিস্টার্ব করো
যাও দূরে যাও।
©somewhere in net ltd.