![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
পাখিটা উড়ে যায় ঘুরে ফিরে
বসন্তে ও আসে না এখন আর!
হয়ত জানে না সে
তার জন্য এই বসন্তে মন কেমন করে!
ওই অসীম আকাশে তাকাই
বারেবার হতাশ হই-পাখিরে
কিন্তু তুমি কই
বলেছিলে কোন এক বসন্তে -উড়বো দুজনে!
আজ বসন্ত এসেছে ঠিক,তুমি আসনি
ছায়া দেখি শুধু তোমার মতন
ভালোবাসা সে কি নয় সর্বনাশা?
তবু তোমারেই ভালোবাসবো...
©somewhere in net ltd.