![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
এই তো সেদিন মাঝরাতে
দীর্ঘ পরিশ্রমের পর
যখন শোবার ঘরে এলাম
হঠাৎ তোমায় মনে পড়লো
কালক্ষেপন না করেই
মোবাইলের কল লিস্ট হাতড়িয়ে
তোমায় বার্তা পাঠালাম
দাওনা একটি চুমো প্রিয়তমা!
তুমি জেগেছিলে তবু ভঙ্গিতে ঘুম
দেখে বলেছিলে,চুমো! কেনো?
আমি অসহায়,আমি পারবো না।
বললাম দাওনা একটি চুমো, ক্ষতি কি?
বললে দোহাই তোমার কথা বাড়িয়োনা
যাও ঘুমিয়ে পড়ো..!
ঘুম আসে-শান্তির ঘুম! সত্যিই আসে?
আমি তো তোমায় জেগে দেখতে চেয়েছি
বলো আমি কি ভুল করেছি
আর তাতেই........
তুমি বুঝিয়ে দিলে-পুরুষ দুরত্বে যাও
সপ্নে কাছে এসো!
©somewhere in net ltd.