![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
ভালোবাসা তুমি এসো আর একটি বার
উড়ো উড়ো এ মনের ঘরে,
ভালোবাসা তুমি দাও আমায়
আর একটি শান্তির রাত্রি
যেখানে তোমায় ভালোবেসে-শেষ নিঃশ্বাস!
আমি তো তোমার প্রতিক্ষায়
বসে বসে এখন অথর্ব।
তুমি কিনা ঐ আকাশের মতই অজানা
তবু চেয়ে থাকি আবছা চোখে
কবে আসবে আবার তুমি-মায়াময় ভালোবাসা?
কতোদিন তুমি প্রেম দাও না
চুমো তো না-ই
যৌবনের স্বাদ বুঝার ক্ষমতা কই?
তুমি কিনা রও আকাশের মতই ওপাড়ে!
তবু প্রার্থনার মঞ্চে-তোমায়
ধরে রেখেছি অদৃশ্য ইশ্বরের মতন,
এই ধরা দেবে বলে যপি মিথ্যে বিশ্বাস!
২| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪
নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ প্রেরনা দেওয়ার জন্য...
৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।