নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"গুরবে কুশতন শব-ই আওওল"

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

নাসির শ্রাবন

আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।

নাসির শ্রাবন › বিস্তারিত পোস্টঃ

"কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড"-আবদুল মান্নান সৈয়দ

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

এখানে কবিতা বানানো হয়।

সব ধরনের কবিতা।

রাজনীতিক কবিতা,সামাজিক কবিতা।

আধ্যাত্নিক কবিতা,পার্থিব কবিতা।

নাগরিক কবিতা,গ্রামীন কবিতা।

প্রেমের কবিতা,শরীরের কবিতা।

সপ্নের কবিতা,বাস্তবের কবিতা।

চল্লিশের কবিতা,পঞ্চাশের কবিতা।

ষাটের কবিতা,সওরের কবিতা।

আশির কবিতা ও আমরা বাজারে ছাড়াছি শিগগিরই।

কবিতার হাত,পা,মাথা,ধড়

শিশ্ন,যোনি,চুল,নখ,

চোখ,মুখ,নাক,কান,

হাতের আঙ্গুল,পায়ের আঙ্গুল,-

সব-কিছু মওজুদ আছে আমাদের এখানে

স্বদেশী ও বিদেশি উপমা ও চিএকল্প

শব্দ ও ছন্দ,

অন্তমিল ও মধ্যমিল

লক্ষ লক্ষ জমা আছে আমাদের স্টকে।

ব্যঙের ছাতার মত আরে অনেক কবিতার কোম্পানি

গজিয়েছে বটে আজকাল!কিন্তু,

আপনি তো জানেনই

আমাদের কোম্পানি ইতিমধ্যে বেশ নাম করেছে।

আর ফাঁকি দিয়ে কি খ্যাতি অর্জন করা সম্ভব,

বলুন?

হ্যাঁ,আপনার অর্ডার দেওয়া কবিতাটি এই-তো তৈরি হয়ে এলো।

চমৎকার হয়েছে।

ফিনিশিং টাচ শুধু বাকি

একটু বসুন স্যার,চা খান,

কবিতার কয়েকটা ইস্কুপ কম পড়ে গেছে আমাদের,

পাশের করখানা থেকে

একছুটে নিয়ে আসবার জন্য

একখুনি পাঠিয়ে দিচ্ছি লতিফকে।

(১৯৮২)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.