![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে সবাই পছন্দ করে কিন্তু গ্রহন করে না।স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। ইচ্ছে করে জীবনটাকে স্বপ্নের মতই সাজাই।তাই স্বপ্নের পেছনে ছুটি প্রতিনিয়ত..........।
তুমি নেই,তুমি আছ- তুমি থাকবে
তুমি ছাড়া কে বলো মনে রাখবে?
কত কথা,কত স্মৃতি-কতো আলাপন
গল্প,কবিতায় মিশে যাওয়া বন।
এত ব্যথা,এত চাওয়া-মিথ্যের ফিরে যাওয়া
তবু তুমি নেই তো আগেরি মতন
চাঁদের কলঙ্ক বধূ-ভালোবাসো আপন শুধু
তবে কি মিলনের ইচ্ছে যাচাই?
কামনার ঢেউতে তোমার চাহনিগুলি
কতকাল দেখা হয় না!
বলনা তুমি
ফিসফিস কথারা কেনো আসে না!
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২
নাসির শ্রাবন বলেছেন: ধন্যবাদ মন্তব্যর জন্য........
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: ভালো লাগল।