![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌন মিলনে কনডমের ব্যবহার বাড়াতে এবং এটিকে আনন্দদায়ক করতে কনডমের মানোন্নয়নে কাজ করবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস! এরই মধ্যে উৎপাদন প্রক্রিয়া, বিপণন এবং পরিবেশনসহ অন্যান্য প্রক্রিয়া প্রস্তুত রয়েছে। এখন কেবল যুতসই ডিজাইন দরকার। ইতিমধ্যে এই ধনকুবেরের প্রতিষ্ঠিত বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন উদ্ভাবকদের কাছ থেকে পরামর্শ (আইডিয়া) চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। এই বিষয়ে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন এক বিবৃতি জানিয়েছে, বর্তমানে বাজারে যে কনডম রয়েছে তা আরামদায়ক না হওয়ায় অনেকে এটি ব্যবহার করতে চান না। এতে করে বিশ্বব্যাপী এইডসের ঝুঁকি ক্রমশ বাড়ছে। আর তাই কনডমের ব্যবহার নিশ্চিত করতে এর মানোন্নয়নে কাজ করবে বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন। বিবৃতিতে ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে , নতুন ধারণা ও উপাদান দিয়ে তৈরিকৃত এই কনডম দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে । ধারণা করা খিষ্ট্রপূর্ব ১৩৫০ সালে প্রাচীন মিশরে কনডম সাদৃশ্য ‘শিথ’ ব্যবহার করা হত। এর পর থেকে আজ অবধি এর মানোন্নয়নে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। উল্লেখ্য,, ২০১২ সালের ইউএসএআইডির হিসাব মতে, সারা বিশ্বে ৩ কোটি ৪০ লাখ লোক এইডসে আক্রান্ত । আর দিন দিন এই সংখ্যা বাড়ছে। আর তাই বিশেষজ্ঞরা এইডস প্রতিরোধে নিরাপদ যৌন সম্পর্কের ওপর জোর দিয়েছেন।সুত্রঃ হেলো টুডে
২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
আয়রন ম্যান বলেছেন: যেই দেশে সেক্স যত ফ্রি, সেই দেশে এইডস তত বেশী।
যতই কনডম ফনডম লাগান কোন কাম হইবো না গো।
এইডস এর জীবানু ঠিকই কনডমেন গা ঘেষে জায়া মতন হান্দাইয়া যাইবো এতে কোন সন্দেহ নাই।
এইডস থেকে বাচতে চাইতে ফ্রি সেক্স বন্ধ করতে হইবো। এইটা হইলো গিয়া আসল কথা
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
ক্লোরোফিল বলেছেন: Click This Link