|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ২০০২ সালের মুসলিম বিরোধী দাঙ্গার জন্য অনুতপ্ত নন বলে ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, তাকে বহনকারী মোটরগাড়ি কোনো কুকুর ছানাকে চাপা দিলে সে জন্য দুঃখ অনুভব করবেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে এ সব কথা বলেছেন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র উগ্রবাদী এ  নেতা। ২০১৪ সালে অনুষ্ঠেয় নির্বাচনে বিজেপি’র নির্বাচনী প্রচার অভিযানের প্রধানের দায়িত্ব পাওয়ার পর নরেন্দ্র মোদি এই প্রথম এ সাক্ষাতকার দিলেন। মোদিকে ওই দায়িত্ব দেয়ার পরিপ্রেক্ষিতে তাকে বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে মোদি আরো দাবি করেন, ‘আমি যদি অপরাধ করে থাকতাম তবে অনুশোচনায় ভুগতাম।’
গুজরাটের মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘গাড়িটি অন্য কেউ চালাচ্ছে কিন্তু তাতে আমরা কয়েকজন যাত্রী হিসেবে রয়েছি এবং কোনো কুকুর ছানা যদি এ গাড়ির চাকার নিচে পড়ে তা কি আমাদের জন্য বেদনাদায়ক হবে না? অবশ্যই তা বেদনাদায়ক হবে। আমি মুখ্যমন্ত্রী হই বা না হই আমি তো একজন মানুষ। কোথাও যদি খারাপ কিছু ঘটে তা হলে সে জন্য দু:খ পাওয়াটাই স্বাভাবিক।’
অবশ্য ২০০২ সালের মুসলিম বিরোধী দাঙ্গার সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু চালকের আসনে কেনো ছিলেন না তা উল্লেখ করেননি।
মোদির এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছে সমাজবাদী পার্টি। এ বক্তব্যের জন্য মোদিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে এ দলের মুখপাত্র কামাল ফারুকি বলেছেন, মোদি কি মনে করেন ভারতের মুসলমানরা কুকর ছানার চেয়েও অধম?  মোদির সাবেক মিত্র জনতা দল (ইউ)’র নেতা শিবানন্দ তিহারি বলেন,  মোদির মানসিক চিকিতসা হওয়া উচিত।
এ ছাড়া, সিপিএম এবং কংগ্রেস নেতৃবৃন্দও মোদির এ ন্যক্কারজনক বক্তব্যের নিন্দা করেছে।
 ১১ টি
    	১১ টি    	 +০/-০
    	+০/-০  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২৯
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২৯
রয়াজ বলেছেন: ধন্যবাদ
২|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২৪
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২৪
তারেক বলেছেন: আহলান ভাইয়ের সাথে সহমত । মোদি নিজের জাত চিনাইয়া দিল।  
   
   
   
 
  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২৯
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২৯
রয়াজ বলেছেন: ধন্যবাদ
৩|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৩৯
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৩৯
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: এ ধরণের মানুষেরা সমাজের জন্য খুব ই বিপজ্জনক।
৪|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:১৭
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:১৭
িটউব লাইট বলেছেন: কুক্কুরী পুত্র । গাড়ীর চাপায় মানুষ মরলে কুকুর ত খুশিতে ঘেউ ঘেউ করবেই কারণ সে একবেলা খাবার পাবে  
 
৫|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:২৪
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:২৪
অপর্না হালদার বলেছেন: আহলানের একটা পোষ্ট পড়লাম শফি কুত্তারে নিয়া লেখা ।
শফির পক্ষে যারা কথা বলেন তারা তো মায়ের সাথে জেনা করেন । তাই নয় কি ?????
৬|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:২৯
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:২৯
সৌভিক ঘোষাল বলেছেন: মোদিকে আটকাতে বাংলাদেশের মানুষেরা কি কিছু করতে পারেন ? প্রত্যক্ষভাবে হয়ত না। পরোক্ষভাবে কিন্তু কিছুটা পারেন। মোদি তখনই প্রধানমন্ত্রী হতে পারেন, যখন ভারতে হিন্দু ভোটের তীব্র মেরুকরণ হবে। এটা ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন দলের কার্যকলাপের ফলে তৈরি হতে পারে, স্বয়ং বিজেপির রামমন্দির ইস্যু যেমন মেরুকরণ তৈরি করেছিল দু দশক আগে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এই ধরণের মেরুকরণে নানা অনুঘটকের কাজ করে থাকে নানা সময়ে। পাকিস্থান বা বাংলাদেশে যদি মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি তীব্র হয়ে ওঠে, তবে ভারতেও তার কিছু প্রতিক্রিয়া অবশ্যই হয়। বাংলাদেশে জামাত বা হেফাজতের মত শক্তির উত্থান ভারতে বিজেপি এবং মোদির হিন্দু মেরুকরণের চেষ্টায় সাহায্য করবে বইকি। তাই গোটা উপমহাসদেশ জুড়ে উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বিরুদ্ধে একযোগে লড়াই চালানোটা খুবই জরুরী।
বলা বাহুল্য ধর্মপ্রাণতা আর ধর্মান্ধতা/সাম্প্রদায়িকতা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ধর্মান্ধতা/সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইকে ধর্মের বিরুদ্ধে লড়াই ভেবে নিশ্চয় কেউ আহত হবেন না।
৭|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৭
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৭
বিডি আমিনুর বলেছেন: কুত্তাছানার  প্রতি কুত্তার মমতা থাকবে এটাই স্বাভাবিক ।
উপরে মদির মুরিদ চলে আইছে । 
কোলকাতার ছাইয়া। 
৮|  ১৪ ই জুলাই, ২০১৩  রাত ১০:২৭
১৪ ই জুলাই, ২০১৩  রাত ১০:২৭
রাখালছেলে বলেছেন: কুকুরও তো এত নীচে নামে না । মানে তাদের ক্ষুধা না লাগলে খায় না । আর ঐটা পিচাশ । রক্ত না পেলে পাগল হয়ে যায় ।
৯|  ১৮ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩২
১৮ ই আগস্ট, ২০১৩  রাত ৯:৩২
সাইফুল আলী বলেছেন: এ দেশেও উগ্রবাদী হিন্দুদের উত্তান হচ্ছে।উপরের গুর্পনা তার জলন্ত প্রমান।এদের বিরুদ্ধে আমাদের এখন থেকেই ব্যাবস্থা নেওয়া উচিৎ
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৫৯
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৫৯
আহলান বলেছেন: হাহাহা ....ও যে নিজে কুকুর সেটাই প্রমাণ দিলো, জাত ভাই (কুকুর) গাড়ির নিচে পড়লে ও কষ্ট পাবে এটাই স্বাভাবিক ...... 
  