![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ এর সাবেক সভাপতি, পীস টিভি বাংলার আলোচক, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী এর মুহাদ্দিছ এবং হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ এর দারুল ইফতা'র সম্মানিত সদস্য শায়খ মুযাফফর বিন মুহসিনকে ।ঢাকার মুহাম্মাদপুরের আল-আমীন জামে মসজিদ থেকে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পুলিশি সুত্রে জানানো হয়েছে, কিছুদিন পুর্বে নিহত চ্যানেল আইয়ের আলোচক নূরুল ইসলাম ফারুকী নিহত হওয়ার ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আজ তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে যে, কোনো বিদ'আতী গোষ্ঠী প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর খুৎবার একটি অংশ প্রশাসনের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
আমরা এতে ক্ষুব্ধ এবং ব্যথিত হলেও বিস্মিত নই। কারণ আহলেহাদীছ ওলামায়ে কেরামের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যুলম চালানোটা নতুন নয়। বাতিলপন্থীরা হক্বের কাছে পরাজিত হয়ে সবসময়ই পেশীশক্তির আশ্রয় নিয়ে হক্বকে দমানোর চেষ্টা করেছে। যার জলজ্যান্ত রূপ দেখেছি আমরা ২০০৫ সালে। সেসময় বিগত চার দলীয় জোট সরকার আহলেহাদীছ ওলামায়ে কেরামের উপর জঙ্গীবাদের মিথ্যা অভিযোগ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে; যা বিশ্ববাসী হতবাক হয়ে চেয়ে দেখেছে। আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের মত সর্বজন শ্রদ্ধেয় বিদ্বান ব্যক্তিত্বকে তাঁরা কারাবন্দী করে রেখেছিল পূর্ণ সাড়ে তিন বছর। আজও বাতিলপন্থীরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আহলেহাদীছ ওলামায়ে কেরামকে হয়রানী করার সেই পুরোনো পদ্ধতি অবলম্বন করেছে।
আমরা এহেন অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে শায়খ মুযাফফর বিন মুহসিন ভাইয়ের মুক্তির জোর দাবী জানাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে বাতিলের যাবতীয় ফেৎনার হাত থেকে রক্ষা করুন এবং হক্বের যে দাওয়াত বাংলার ময়দানে আন্দোলিত হতে শুরু করেছে, তাকে উত্তরোত্তর আরো বেগবান করুন। আমীন!
হে আল্লাহ! তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও! তোমার আসমানী সাহায্য আমাদের জন্য প্রেরণ কর! সত্যকে তুমি প্রতিষ্ঠিত কর, বাতিলকে পরাভূত কর! তুমিই তো উত্তম সাহায্যকারী!
আমীন!
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
Sukur742 বলেছেন: নিরীহ ও হক পন্থী আলেমদের উপর নির্যাতন বন্ধ করো।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
Sukur742 বলেছেন: বাতিলপন্থীরা ধংস হোক নিপাতযাক, আমীন!
৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
িমতা নুর277 বলেছেন: প্রখ্যাত আলেম মুযাফফর বিন মুহসিন এর রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তি চাই। আহলেহাদীছ ওলামায়ে কেরামের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যুলম বন্ধ করো নতুবা তোমাদের পরিনতি চার দলীয় জোট সরকার মত হবে। আল্লাহর চরম গজবে নিমজ্জিত হবে।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
বাপন রহমান64 বলেছেন: মুযাফফর বিন মুহসিন ভাইয়ের মুক্তির চাই দিতে হবে।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
Khokon বলেছেন: কথিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে তার কোনরূপ সম্পর্ক নেই। অনুরূপভাবে ফারূকী হত্যার সাথেও তার দূরতম কোন সংশ্লিষ্টতা নেই। প্রখ্যাত মজলুম আলেম শায়খ মুযাফফর বিন মুহসিন নিঃশর্ত মুক্তি চাই।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১২
কল্পোবেস্ট বলেছেন: মজলুম মুযাফফর বিন মুহসিন এর নিঃশর্ত মুক্তি চাই। আল্লাহ তুমি মজলুম মুযাফফর বিন মুহসিন কে রক্ষা কর।
৮| ১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৪
বককত বলেছেন: get more waz mizanur rahman ajahari waz,
channel link: https://youtu.be/wwNIWSoV7NY
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
Rojob ali বলেছেন: শায়খ মুযাফফর বিন মুহসিন এর মুক্তি চাই।বিদ'আতী গোষ্ঠী ধংস হোক নিপাতযাক