নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি পতিতা, আমি টাকার বিনিময়ে শরির
বিক্রি করি। আমি সমাজের সব চেয়ে নিচু স্তরের
মানুষ, আসলে আমি সমাজের বাহিরের মানুষ সমাজ
আমাকে ব্যবহার করে তার ললসার অবসান করার জন্য।
সংগমম করার ইচ্ছে হলেই টাকা নিয়ে চলে এবং
প্রয়োজন শেষ ছুড়ে ফেলে দেয় নোংরা ডাস্টবিনে।
আমি সকলের ঘৃনার পাত্র। কেউ আপন করে নেয় না
নিবেও না। কারন সহজ বাংলায় আমি একটা মাগী।
হুম বলতে লজ্জা নেই আমার আমি দেহ বিক্রি করেই
পেট চালাই।
আমার কাছে সমাজের সকম শ্রেণীর মানুষ নিজের
যোবন জ্বালা দূর করতে আসে। তাদের দেখতে বড়ই
অসহায় মনে হয়। খুব হাঁসি পায় আমার। নীরবে অনেক
হাঁসি আমি।
কিন্তু কেন আমি আজ পতিতা হলাম কেউ তা কখনও
জানতে চায় নি। আমার কষ্ট গুলো একন্তই আমার কেউ
কখনও ভাগ করে নেই নি। লাগবে না আমার কাউকে।
আমি একাই বাঁচতে পারি। এতোদিন একা ছিলাম
একাই থাকতে পারি।
আমি টাকার বিনিময়ে দেহ বিক্রি করি তাই আমি
পতিতা আর তোমরা টাকা দিয়ে আমাকে ব্যবহার কর
তোমাদের আমি কি বলবো???
সমাজের সকল মানুষই আমার কাছে পতিতা কারন
তোমরা সবাই টাকার জন্য কিছু না কিছু কর। এখন
বলবা তুমি শরির কেন বিক্রি কর কাজ করতে পার
না??
বিশ্বাস কর আমিও তোমাদের মত বাঁচার স্বপ্ন
দেখতাম চেষ্টাও অনেক করেছি কিন্তু তোমাদের নষ্ট
সমাজ আমাকে সুস্থভাবে বাচঁতে দিল না। যেখানেই
কাজের সন্ধানে যেতাম তোমরা আমার শরিরের
দিকেই হিংস্র শকুনের মত তাকিয়ে থাকতে, মনে হত
এই বুঝি আমাকে চিঁড়ে খাবে। একদিন করলোও তাই
কিছু ছেলে আমাকে জোর করে ধর্ষণ করলো বিচার
চাইলাম পেলাম না। রাস্থায় রাস্থায় অনেক দিন-
রাত কাটিয়ে দিলাম না খেয়ে মরেই যাচ্ছিলাম
প্রায়। যেই দেখতো শুধু আমার শরির খেতে চাইতো
আমাকে কেউ খাওয়া দেওয়ার চেষ্টা করতো না।
লোকে বলে আমি নাকি অনেক সুন্দরী তাই বোধ হয়
আমাকে সবাই এক রাতের জন্য পেতে চাইতো।
একদিন একটি পতিতা আমাকে আশ্রয় দিল খাওয়ালো
থাকার সুযোগ করে দিল। বিনিময়ে সে আমার জন্য
খদ্দের নিয়ে আসলো অনেক টাকাও দিল। আর কোন
উপায় ছিল না। না খেয়ে মরার ছেয়ে এই কাজ করে
বেঁচে থাকায় তখন উত্তম মনে হচ্ছিলো। নেমে পরলাম
এই কাজে। আর এখন আমিমি সফল পতিতা তোমাদের
ভাষায় মাগী। কিন্তু আমাকে মাগী বানিয়েছে কে??
তোমরা, হ্যাঁ তোমরা আমাকে পতিতা বানিয়েছো।
তোমাদের কারনেই আজ আমিমি নিষিদ্ধ পল্লির
বাসিন্দা। তুমি তোমাদের সমাজ এর জন্য দায়ি।
তোমার ভদ্র সমাজের জারজ সন্তানেরা আমাকে
পতিতা বানিয়েছো।
আজ আমি প্রান খুলে হাঁসতে পারি না। ইচ্ছে হলে
কাঁদতে পারি না।কারো সাথে সুখ-দুঃখ ভাগাভাগি
করতে পারি না। নীরবে সব সুখ-দুঃখ কবর দিতে হয়।
©somewhere in net ltd.