নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

বাস স্ট্যান্ড ও মেয়েটি

২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৬


-কেমন আছেন?
-কে আপনি?
-আমি তমাল
-জ্বী বলেন?
-আপনি কি ব্যস্ত?
-ব্যস্ত মানে? দেখছেন না গাড়ির জন্য দাড়িয়ে আছি?
-হুম তা তো দেখছি কিন্তু আপনার সাথে আমার জরুরী কথা ছিল
-জরুরী কথা!! কি জরুরী কথা?
-না মানে একটা জরুরী ব্যপারে আলাপ করার ছিল।
-জ্বী বলেন।
-এখানে?
-হুম বলেন?
-না মানে প্রপোজ ট্রোপোজ করবো এখানে ক্যামনে করি, যদি রেগে গিয়ে আপনি আমার সুন্দর গালে চড় বসিয়ে দেন তাহলে তো জামেলা হয়ে যাবে।
-মানে?
-চলেন একটা সুন্দর জায়গাই গিয়ে বসে কথা বলি।
-না যা বলার এখানেই বলেন।
-চলেন না প্লিজ
-সরি...
-এখানেই বলতে হবে?
-হুম এখানেই..
-আপনি তো আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি। মানে ভালবাসি, I love u...
-আজব আপনি আমাকে কখন থেকে চিনেন যে ভালবেসে ফেলছে
-এই তো ১০-১৫ মিনিট তো হবেই..
-১০-১৫ মিনিটেই পছন্দ করে ফেলছেন?
-হুম একদম ঠিক ধরেছেন।
-যান অন্য কোথাও ট্রাই মারেন এখানে চিড়া ভিজবে না।
-আপনি ভুল করছেন আমার চিড়া লাগবে না আমি আপনাকে ভালবাসি আপনি i love u too বললেই চলে যাব।
-আপনি এখান থেকে যান। নইলে আমি মানুষ জড় করবো।
-আপনার জড় করার দরকার নাই আমিই করছি ওয়েট। এই যে ভাই, এই যে ভাই এইদিকে আসেন ভাই শুনেন এইদিকে আসেন। প্লিজ ভাই আসেন একটু আসেন শুনেন। দেখেন অনেকেই চলে আসছে এইবার বলেন।
-আজব আপনি কি পাগল?
-জ্বী একটু আগেই আমার মা বলছে আমি নাকি পাগল ছেলে।
-ওফ আপনি যান এখান থেকে প্লিজ..
-আপনি তো মানুষ জড় করতে বললেন এখন বলেন I love u too...
-ওফ মাফ চাই আপনি যান প্লিজ।
-আচ্ছা যাচ্ছি আপনার উত্তরটা কালকে নিব এতো তারাহুরা ঠিক না। মেয়েদের সময় দিতে হয়। ওকে আসি।
(রিপোষ্ট)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১১

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছেন তা বুঝতে পারছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.