নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত কবিতার খোঁজে

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৩২




কেন আজ কাব্যিক ভাষার খোঁজে ছুটতে থাকো
যখন তোমার একটু মনযোগ প্রত্যাশায় থাকে এক জীবন্ত কবিতা?
কোন মহাকাব্যের সন্ধানে তুমি ব্যস্ত?
যখন দুই-হৃদয়ের প্রতিটি বোধ, এক একটি
মহাকাব্যিক ব্যঞ্জনা নিয়ে ফোটে এবং ঝরে যায়।
আর চোখ থেকে নামা প্রতিটি ব্যাথাশ্রুবিন্দু জন্ম দেয়
অজস্র জীবন্ত ট্র্যাজেডির!

তখনও পৃথিবীর ধুলো ও কাঁদায়, আলো-ছায়ায়
ট্র্যাজেডি খুঁজে ফিরছো তুমি বৃথাই।
কেন এই আত্মমগ্নতা আজ,
যখন প্রেয়সী ঠোঁটে রাখতে উৎসুক আকর্ষণীয় ওষ্ঠগোলাপ?
যে সম্মিলিত ওষ্ঠ থেকে জন্ম হতে পারে-
রোমান্টিক কিছু পঙক্তিমালা,
প্রেমময় গীতিকবিতা,
মোহময় কিছু ছন্দোবদ্ধ প্রাণের।

কবিতার অসমাপ্ত পাণ্ডুলিপি ফেলে রেখে,
হারাও ওই ভালোবাসার কাব্যাঙ্গনে।
সৃষ্টি করে চলো অনন্য কিছু জৈবনিক মহাকাব্য,
এবং সে জৈবনিক কাব্যের সম্মানে বিসর্জন দাও
সব অচ্ছুৎ, তুচ্ছ, ব্যর্থ, মৃত কাব্যপ্রচেষ্টা।
২৭-০১-১৬
(শহীদুল্লাহ্‌ হল)

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৫

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো।

০৬ ই জুন, ২০২০ রাত ৮:৪৬

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:৫২

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

৪| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:০৮

বিজন রয় বলেছেন: একটি প্রেমক্রিয়ার কবিতা। জীবন্ত।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:৫৩

রেজাউল করিম সাগর বলেছেন: প্রেমক্রিয়া শব্দটা নতুন শুনলাম। ধন্যবাদ

৫| ০৬ ই জুন, ২০২০ রাত ১১:৫০

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

০৮ ই জুন, ২০২০ রাত ১২:৫৩

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

৬| ২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.