![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।
.
দোহাই তোমার অদ্বিতীয়া,
জানতে চেয়োনা হারানো অতীত,
জেনে কি লাভ তোমার?
যারা কিছুই জানেনা,
আমাদের চেয়ে ঢের সুখে আছে তারা।
বন্ধু আদিত্য ,
মোহিনী সম্পর্কে জেনে ফেলেছিলো অবাঞ্ছিত তথ্য,
এর পর থেকে আদিত্য সিগারেট ধরেছে - আর ছাড়েনি;
ও হঠাৎ আত্মহত্যা করে মরে যাবার পর - মোহিনীর কাছে জানতে চেয়েছিলাম,
-আদিত্যের কী হয়েছিলো?
মোহিনী মুখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে উঠেছিলো!
-জানতে চাইবেন না। আমি বলতে পারবোনা!
এর পর থেকে আমি কারো কাছে কিছু জানতে চাইনা ।
.
অদ্বিতীয়া,
তোমার ছলনার খানিকটা ইশারা পেয়ে আমি, এই প্রচন্ড জীবনবাদী আমি
জীবনের প্রতি কতটা নির্লিপ্ত হয়ে কাটিয়েছি নিকোটিন রাত -
বুকের খাঁচায় গুমরে কেঁদেছে বিশ্বাসের খাঁচাবন্দী পাখি!
না, আমি কাঁদিনি, কাঁদবোনা, কাঁদতে পারিনা আমি-
পুরুষদের নাকি কাঁদতে নেই - হৃদয়ের মাঝে কষ্টের
বাষ্পচূর্ণ হতে থাকলেও তাই তোমরা জানতে পারোনা কষ্টের ক্ষীণতম আভাস।
আর আমার মুখের উপর অট্টহাসির মুখোশ দেখে দেখে বিভ্রান্তির অতলে তুমি ।
কান্নার একটি অব্যর্থ অস্ত্র থেকে বিধাতা এই পুরুষ জাতিটিকে বঞ্চিত করেছেন-
সেজন্য ক্ষুন্ন নই, কোন কুণ্ঠা নেই মনে ।
জেনে রাখো ওই পাহাড়ের নির্বাক - স্তব্ধতাই ঝর্ণার ঢল নিয়ে আসে,
হঠাৎ কবে সেই ঢলে ভেসে যাবে কে জানে!
২৬-১০-১৮.
২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১০
রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪০
ইসিয়াক বলেছেন: সুন্দর
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৬
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৬
রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৩
ফয়সাল রকি বলেছেন: পুরুষদের কাঁদতে নেই, অথচ আত্মহত্যা করতে আছে!!!
২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৭
রেজাউল করিম সাগর বলেছেন: সেখানেই তো সমস্যা !
৫| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩
ফয়সাল রকি বলেছেন: এই সমস্যা থেকেই তো বের হয়ে আসতে হবে। নিকোটিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর নয়।
শুভকামনা কবি।
২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২২
রেজাউল করিম সাগর বলেছেন: আপনার আন্তরিক দুশ্চিন্তার জন্য কৃতজ্ঞতা জানবেন। নিকোটিন পর্যন্তই আছি। আপনাকেও শুভকামনা অনেক।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনন্য রচনাশৈলী হে সুপ্রিয়।