নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

ইতস্তত প্রেমের প্রলাপ

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫২




স্রোতস্বিনী নদী কার আচলের তলে লুকায় দেখি
অবাক হয়ে বসে দেখি কালোচুলে মেঘ, নদী
দুচোখে পাতালের অতলান্তিক বিস্তার,
চোরাবালিতে হারিয়ে যাবার ভয়ে ভয়ে দেখি,
কান্নার বৃষ্টিগুলো ঝর্ণার ধারা হয়ে নামে,
হাসির বর্ণমালায় শব্দ-জমা অভিধানে!
রাগ-অনুরাগ-বিরাগের ঢল যেন ঢেউ
ছল ছল আখি নিয়ে ওইভাবে কেন দেখে কেউ?

গাঢ় হয়ে আসাদের নিবিড় কুয়াশায় মুড়িয়ে
রেখে ঠিক, অস্ফুট আলোয় যদি হারাই দিগ্বিদিক!
তবে তার দিকচিহ্নহীন পদচিহ্নের কাছে আমার বাড়ে ঋণ,
সুদে আর আসলেতে খেলাপির আসামী এক অর্বাচীন।
তবু তো ঘোড়েল সময়ের ধারাপাত, সমাজের উৎপাত
আর স্বাপ্নিক মৃত্যুর শোকে মূহ্যমান জলজ বিষাদ,
কেটে যাওয়া জীবনের গ্লানি আর হতাশার দিন
চলে যায়, যায়, এভাবেই যায়!

তোমার হৃদয়ের তীর্থে আমি আদিম দেবতা, জানি
পূজারীর অভাবই নেই কোন, জানি
তীর্থের কাকেরা অপেক্ষার স্বপ্নের টানে ইতি।
আমাদের আসে যে দিন, কাঠিন্যের বর্ম পরে থাকে,
পরতে পরতে জমে আরো পাথরের আস্তরণ,
তাতে বিদ্ধ হয়ে আসছি, হচ্ছি, হবো,
কোন আফসোস চেপে রেখে দীর্ঘশ্বাসের বাতাসে ভাসিনা
চোখের অতলে হারাই যদি, জেনে রেখে দাও, জানাও
কেটে ফেলা গাছের শেকড়ের মতই থেকে যাবে আমাদের প্রেম,
তুমিহীনা, আমিহীনা!

০৪-০৩-২০২১।। ঢাকা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০২

রেজাউল করিম সাগর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতো সুন্দর করে কবিতা লিখতে পারতাম!!!

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০২

রেজাউল করিম সাগর বলেছেন: আপনি অনেক সুন্দর করে যে উৎসাহ দিয়ে যাচ্ছেন এইটা অমূল্য!

৩| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
তুমি-আমি থাকবো না জানি
তবুও রয়ে যাবে এ-ই কবিতাখানি …

দারুণ ছন্দময় গাঁথুনি।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

রেজাউল করিম সাগর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.