নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“There is a logic of imagination as well as a logic of concepts”

রেজয়ান

“There is a logic of imagination as well as a logic of concepts”

রেজয়ান › বিস্তারিত পোস্টঃ

ডিবির টাল বাংলাদেশ

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

শু.......র বাচ্চারা পোলাপান গুলার পরীক্ষার বারটা বাজাইতে গেছে কেন্দ্রে, নাহিদ একটা বা..............দ, এছাড়া কিছুই না। তুমি পাও মন্ত্রী কেন্দ্র দর্শন এ গেছ ভাল কথা, এত্তগুলা ক্যামেরা আর ক্যামেরাম্যান লগে নিয়া হলে ঢুকার যুক্তি আমারে বুঝাবা অশিক্ষিত মন্ত্রী। ক্যামেরাম্যান গুলার তো ভিডিও করা আর পটু তোলার চেন্স আর ফটোগ্রাফির ইথিক্সই জানা নাই।সব রাবীশ এর দল। ভাগ্য ভাল আমার ছোট ভাই এর পরীক্ষাটা ক্যান্টনমেন্টের ভিতরেই পড়ছে, এসব বাজে সিচুয়েশন এ পড়তে হল না। খারাপ লাগতেছে এই পোলাপান গুলার কথা ভেবে। ডেম শিউর ঐ সময়টুকুতে কেউই পরীক্ষায় ঠিকমত কনসেনট্রেট করতে পারে নাই। ডিবির টাল বাংলাদেশ পরে চু.........ছ, আগে পরীক্ষার হলের পরিবেশ ঠিক কর নাহিদের বাচ্চা নাহিদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৮

যোগী বলেছেন:
যে কক্ষে মন্ত্রী ঢুকে সেই কক্ষে এক্সট্রা সময় দেয়া হয়।

২| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

জানা বলেছেন:
পূর্ণ সহমত। পরীক্ষা শুরু হওয়ার পর প্রতিটি মুহূর্ত কতখানি দামী তা কেউ তোয়াক্কা না করে কি কান্ডটা করছে। এসব দেখে মাথায় আগুন ধরে যায়।


@সোয়া বাবা, আন্তরিকভাবে অনুরোধ করছি অশালীন শব্দগুলো এডিট করার জন্য।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২৯

রেজয়ান বলেছেন: যোগী: এক্সট্রা সময়ের মায়েরে বাপ, রাখেন মিয়া লুলামী, পোলাপানের যে মনস্তাত্বিক প্রবলেম হয় , কত ঘন্টা এক্সট্রা দিয়া আপনে পোষাইবেন ।একটা পোলা ঔ হলে পরীক্ষা খারাপ করার জন্য নাহিদের ঔ সময় টুকু এনাফ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.