![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“There is a logic of imagination as well as a logic of concepts”
সব নষ্টদের দখলে যাবে !! সব !!
রাজনীতিকদের দোষ ধরাই আমাদের দেশের সুশীল সমাজের কাজ। কিন্তু তারা নিজেরা যখন দায়িত্বে অবহেলা করেন তখন তার দায় স্বীকার করে তারা আদৌ দৃষ্টান্ত স্থাপন করেন কি?
বর্ষবরণ এর দিন টিএসসিতে যখন নারীদের উপর যৌনহামলা করছিল কিছু মানুষরুপি হায়েনা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাকি বসে বসে কম্পিউপারে গেইম খেলছিল ? প্রশাসনের নাকের ঢগার উপর দিয়া এই এই জগন্য কাজ গুলো করে বুক ফুলিয়ে চলে গেল শুয়রের বাচ্চাগুলা ভুভুজেলা বাজিয়ে তারা কিছুই করতে পারল না , এত্তগুলা পুলিশ ওরা কি চাইলে কিছুই করতে পারতো না ?
অনেকগুলা প্রশ্ন দাড়িয়ে গেল বৈকি ?
......................রেখেছ বাঙালী করে মানুষ কর নি , সেইম, সেইম ।
দিনেও কেমন রাত নেমেছে
কুকুরগুলো হাঁক ছেড়েছে।
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭
নাহিদ রুদ্রনীল বলেছেন: "দিনেও কেমন রাত নেমেছে
কুকুরগুলো হাঁক ছেড়েছে"
চোঁখ থাকতেও যেন অন্ধ। সব দেখে শুনেও যেন কিছু করার নেই।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩
মাঘের নীল আকাশ বলেছেন: দিনেও কেমন রাত নেমেছে...সহমত!