| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেটেরই ভক্ত আমি
রওশন মোর নাম,
এক ওভারে ছয়টি ছক্কার
শুভেচ্ছা জানালাম।
ভালবাসার টচে জিতে
ইনীংস করলাম শুরু,
প্রেমের পিচে দাঁড়িয়ে বুকটা
কাঁপছে দূরু দূরু।
প্রিয়ার ভাইয়ের ফার্স্ট বোলিং
ঠেকাচ্ছি ভাই বেশ,
প্রিয়ার বাপের স্পীন বোলে
উইকেট আমার শেষ।
লাফ মেরেছি, মাঠ ছেড়েছি
দুঃক্ষ নেইকো আর,
এই জগতে প্রেমের ইনীংস্
করছি ডিক্লেয়ার।
৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫
রিমন সাঁই বলেছেন: ধন্যবাদ, আপনার পছন্দ হয়েছে জেনে ভাল লাগলো। ![]()
২|
৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩
র্যাশ বলেছেন: হাহাহা. . ভাল লিখেছেন।
৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩০
রিমন সাঁই বলেছেন: প্রিয় পাঠক...! আপনাকে ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭
ধ্রুবক আলো বলেছেন: অস্থির ভালো লেখছেন
খুব ভালো লাগছে