নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিরো

জিরো

জিরো › বিস্তারিত পোস্টঃ

লাবণ্য ... একটা অপেক্ষার নাম ।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:২৩

লাবণ্য।
একটা নাম, যে নামটি শুনলে , মনে পড়লে সব সময় ই একটা চিনচিনে ব্যাথা নয়, একটা প্রবল ব্যাথা অনুভব হয় , শুধু বুকেই নয় ব্রেনে ও । অনুভব হয় অনেক কিছুর ই, শুধু কষ্টের নয়, অনেক হাসি , কান্না, আনন্দ, বেদনার।।।
নামটা মনে পড়ে না বেশি, কিন্তু অনেক বেশী মনে পড়ে এই নামের একজন সুন্দরী রমনীকে। এই শহরের প্রতিটি কোনায় ই যেন মিশে আছে আমি, আর সাথে এই মানুষটা । আসলে এই মানুষটা বললে একটু ভুল হবে, এই মানুষটার সাথে কাটানো আমার সৃতি গুলা।

শহরের প্রতিটি কোনায় যেন মনে করিয়ে দেয় প্রতিটি মুহূর্তের কথা, সব কোনা গুলাই কেমন যেন চিৎকার করে বলে রিয়াদ এই জায়গা তোর, এই জায়গা তোদের, তাকিয়ে দেখ ! আর আমি তাকিয়ে দেখি সত্যি এই জায়গায় তুমি আছো, দেখতে পায় তোমাকে। বাস্তবে আসলে সেখানে দেখি না তোমাকে, এমনকি সব সময় বাস্তবে তোমাকে দেখি না, যখন হয়ত সৃষ্টিকর্তার একটু ইচ্ছা হয় আমার কাজের ফাকে ফাকে তোমার সামনে কিছুটা সময়ের জন্য দাড় করিয়ে দিতে ঠিক তখনই কিছু সময়ের জন্য তোমাকে বিব্রত করার জন্যই মুখোমুখি করিয়ে দেয় আমাদের কে।

আমিও দেখি তোমাকে, অপরুপ সোন্দরয্য দর্শন করি। মনে হয় এইতো আমার স্বপ্নকন্য, যার দিকে তাকালে মনে হয় সৃষ্টিকর্তা কত উদার, কত রুপ লাবন্য দিয়ে বানিয়েছে তোমাকে, এক বিন্দু ও কার্পণ্য করতে ইচ্ছা হয়নি এই মানুষটাকে বানানোর সময়। আর তাই বুঝি তোমার নাম হয়েছে লাবন্য। লাবন্যর অবশ্য অনেক গুলা নাম রয়েছে। তার মত তার নাম গুলি ও অনেক বেশি সুন্দর। রিয়াদ অবশ্য তাকে পুতুল বলেই ডাকে। এইটা রিয়াদের দেয়া নাম না, নামটা তার নানা রাখছিল। পুতুলের মত হয়েছিল দেখতে তাই বুঝি এই নাম উনি দিয়েছিল। আর পুতুল বড় হয়ে পুতুলের চেয়ে ও বেশী সুন্দরী হয়েছে। নানার দেয়া নাম টা সার্থক হয়েছে। তার যত গুলা নাম আছে সব নাম গুলি ই তার জন্য সার্থক হয়েছে বলে আমি মনে করি। তার ডাক নাম যেইটা আমি যতদুর জানি তার অর্থ হল সুন্দর সকাল।

যাই হোক তার উপমা যতই দিব আমার মনে হয় আমি শেষ করতে পারবো না। সেইদিকে নাই বা গেলাম। রিয়াদ এর সাথে লাবন্যর সম্পর্কের ইতি হয়েছে তা মোটামুটি এক বছরের বেশী হয়ে গেছে। লাবন্য কখন ও আর যোগাযোগ করে নি, যোগাযোগ রাখতেও চায় নি। রিয়াদ অনেকবার চেষ্টা করেছে তার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার। কিন্তু লাবণ্যর হয়ত ইচ্ছা হয়নি রিয়াদের ডাকে সাড়া দেবার। হয়ত লাবণ্য ভুলে যেতে চেয়েছে রিয়াদ কে। কিন্তু বেয়ায়া মন বলে তো একটা কথা আছে, মন কে মানাতে পারে না বেচারা রিয়াদ। নতুন দিনের যেমন সকাল হয়, রিয়াদ ও ভাবে তার জীবনের ও সকাল আসবে, কোন একদিন রিয়াদের হাতে হাত রাখবে লাবণ্য ঠিক আগের ই মত। আগের ই মত সব কিছু ঠিক হয়ে যাবে। আগের মতই তাদের জিবনের গল্প গুলা সাজাতে থাকবে আর এমন একটা পরিস্থিতি আসবে যেটার কারনে রিয়াদ ভুলেই যাবে তার জীবন থেকে গত হয়ে যাওয়া লাবণ্য বিহীন একাকী দিন গুলা।

স্বপ্ন দেখেই তো মানব জীবন এগিয়ে যায়। আর মানব জীবন তো অপেক্ষার জীবন। সবাই ই তো অপেক্ষা করে, কেউ সুখি হবার, কেউ টাকা উপার্জন করার, কেউ এগিয়ে যাবার আবার কেউ প্রিয় মানুষ টা তার জীবনে ফিরে আসার। রিয়াদ আগে কখন ওই অপেক্ষা করে থাকতে পারত না, তার কাছে অপেক্ষা ছিল অনেক কষ্টের বিষয়। আজ অপেক্ষা জিনিসটা তার অতি প্রিয়, ঠিক যেন স্বর্গীয় সুখের মত। অন্য কিছুর অপেক্ষা নয়, লাবন্যর অপেক্ষায় । লাবন্যর অপেক্ষায় রিয়াদ এখন ও প্রতিটা মুহূর্ত পার করে, পার করছে একটা একটা দিন, নতুন সকাল আসলে তার অপেক্ষাটা প্রবল হয়, সারাদিন পার করে রাত হয়ে যায়, আর অপেক্ষার প্রহর গুলা ও কঠিন হতে থাকে, আবার যখন সকাল হয় নতুন সকালের সাথে সাথে অপেক্ষাটা ও একটা নতুন উদ্দিপনা নিয়ে বাড়তে থাকে।

জানে না রিয়াদ এই অপেক্ষার আদৌ কোন শেষ আছে কিনা, কিন্তু কি আর করা , বেহায়া মন যে, বাস্তবতা মেনে নিতে পারে না যে, বেচে আছে শুধুমাত্র লাবণ্যর অপেক্ষায় দিন পার করে। হয়ত শেষ হবে কোন একদিন এই অপেক্ষার, হয়ত শেষ হবে না ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.