![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নববর্ষ ১৪২২ উতযাপন উপলক্ষে মোবাইল এপ নির্মাতা প্রতিষ্ঠান রেভারী আয়োজন করে হাউ টু ওয়ার শাড়ী এপ ব্যবহারকারীদের জন্য শাড়ী পরার প্রতিযোগীতা।
দুই সপ্তাহ ধরে রেভারীর ফেসবুক পেজে চলা এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে এবং লাইক শেয়ার ও বিচারক মন্ডলীর মাধ্যমে শীর্ষ ১০ প্রতিযোগিতাকে পুরস্কৃত করার আয়োজন করা হয়।
সর্ব ক্ষেত্রে নারীদের অংশ গ্রহন উত্সাহিত করতে নারীদের পোষাক কে উপজীব্য করে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিবিয়ানা , ওম্যানস ওয়ার্ল্ড , ফ্লোর সিক্স , ইটস মি , রেভারী এবং কিউট এর সৌজন্যে প্রতিযোগিদের পুরস্কৃত করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে রেডিও ফুর্তি মোবাইল এপ , বাংলানিউস ২৪ , দৈনিক আমাদের সময় , ক্যানভাস এবং এড নেটওয়ার্ক জি এন্ড আর ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে কাওরান বাজারস্থ বেসিস বোর্ড রুমে।
©somewhere in net ltd.