![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটুকার লেহনের জন্য জীবন দিবে তবুও ইজ্জত দিবে না! চাটুকার চিলের পিছনে নয় নেতার পিছনে হামাগুড়ি দিয়ে যাবে... দুই মুঠো ভাতের জন্য, গনতন্ত্রের মুক্তির জন্য, সেক্যুলারের জন্য কিন্তু চাটুকার নুর হোসেন হবে না! চাটুকার তেল দিয়ে যাবে বটগাছের ছায়ায় ছায়ায় ধোয়া তুলসী পাতার জল পান করে দিবা নিশি নেতা নেত্রীর জিকির করে যাবে .... জয় হোক আমার নেতা নেত্রী'র ....
ভারত বাংলাদেশ কে চায় নেপালের মতো, আরেকটু কাছে হইলে ভুটানের ন্যায় অথবা সিকিমের মতো করে। আর আমেরিকা চায় টিকফা, আধুনিক সস্তা কৃতদাস(যারা প্রতিদিন সেলাই করে মানবতা মানবতাবাদীদের জন্য)।
হাসিনা নড়ে প্রনব বাবু সোনিয়ার ইশারায়। খালেদা নড়ে কূলহারা স্রোতে ভাঙনের ভয়ে! এরশাদ নড়ে ভায়াগ্রারার জোরে। বামপন্থিরা টিকফার টিলার উপরে দাঁড়িয়ে জামানত(আত্মহত্যা) হারানোর খেলার শপথ করে গ্রীন ডলার পকেটে ভরে। পূঁজিবাদ বিরুধী আমরা কিন্তু আমার জৈবিক পূঁজি(সন্তান) বেড়ে উঠে পূঁজিস্তানে!
আমরা স্বাধীন দেশের জন্য যুদ্ধ করেছি কেন? বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করার জন্য? চাটুকারেরা কিন্ত তাই বলবে! কিন্তু গতকালকের প্রথম আলোয় দেখলাম তারও আগে স্বপ্ন দেখেছে পাকিস্তানী তারিক আলী!
আমরা মানুষের মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য যুদ্ধ করিনি। ন্যা্য নীতির জন্য যুদ্ধ করিনি। গনতন্ত্রের জন্য না পরিবারতন্ত্রের জন্য যুদ্ধ করেছি চাটুকারদের অর্থনীতিক মুক্তির জন্য।
রাজাকার, যুদ্ধপরাধীদের ভয়ে ভীত হয়ে তুমি ভাদাকার হয়ে যাও। তাহলে তুমি প্রগতিশীল ধর্ষক ও হইতে পারবে! বাধা নেই। মিড়িয়া তোমার পাশে আছে। শত্রু তোমার চেয়ে নীতিবান হোক আর তুমি নৈতিক অবক্ষয়ে ভেসে যাও।
৭১ পু্র্বে রাজাকারদের ভয় কি ছিলো? মাওলানা ভাসানী কি বলে ছিলেন?
"পিন্ডির গোলামী ছেড়ে দিল্লির গোলামী করতে চাই না।'' স্বাধীনতার পরে সেক্টর কমান্ডার মেজর জলিল কি বলে ছিলো? "অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা"।
প্রশ্ন। আমরা কি সত্যেই স্বাধীন? আমাদের বিবেক আমাদের সব কিছু কে নি্য়ন্ত্রন করে? ভাবতে ভালো লাগে কিন্তু বর্তমান কাঁদায়! কেন? এক কালে এই সেই ১৯৫২ তে উর্দু কে ঘৃণা করে বাংলা কে ভালোবেসে এই দেশের মানুষ জীবন দিয়েছে আর আজ প্রতি ঘরে হিন্দি চর্চা করছে! এই দেশের ছেলে মেয়েরা আধুনিক হচ্ছে ভোগের জন্য সব কিছুর বিনিময়ে!
কেউ নজরুলের বীর হতে চায় না।
কেউ যেমন খুশি তার কবিতার খাতা লিখতে চায় না।
পাছে লোকে কিছু বলে...
সেই ভয়ে!
কেউ আর গভীর প্রেমে মাথা ঠেকায় না!
হে স্বাধীনতা....
আমরা দুই পরিবারের কৃতদাস হয়ে বাঁচতে চাই না।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
চাটুকার বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
এম আর ইকবাল বলেছেন:
তারেক জিয়া বেকসুর, শুনে
পোড় খাওয়া এক মানুষের মন্তব্য
দু দলের সামঝোতা
"আমরা আমরাইতো"
গ্রামীণের এড ।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯
চাটুকার বলেছেন: এর ভিন্ন কারন রয়েছে আমার মনে হয়।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
রিভানুলো বলেছেন: এইদেশের মানুষ এখন মনে হয়না কিছু চায়
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
চাটুকার বলেছেন: এই দেশের মানুষের চাওয়া পাওয়া দিল্লী এবং ওয়াশিংটনের মর্জির উপর নির্ভর করে।
সেই চেতনার কর্মচারি হইলো আমাদের আওয়ামীলীগ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
সোহানী বলেছেন: চমৎকার লিখা ও অনুভূতি............ সহমত