![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাটুকার লেহনের জন্য জীবন দিবে তবুও ইজ্জত দিবে না! চাটুকার চিলের পিছনে নয় নেতার পিছনে হামাগুড়ি দিয়ে যাবে... দুই মুঠো ভাতের জন্য, গনতন্ত্রের মুক্তির জন্য, সেক্যুলারের জন্য কিন্তু চাটুকার নুর হোসেন হবে না! চাটুকার তেল দিয়ে যাবে বটগাছের ছায়ায় ছায়ায় ধোয়া তুলসী পাতার জল পান করে দিবা নিশি নেতা নেত্রীর জিকির করে যাবে .... জয় হোক আমার নেতা নেত্রী'র ....
জামাত
জামাত রাজাকারের দল, মৌলবাদী, সাম্প্রদায়িক! সব খারাপ কিছু। কিন্তু তাতে ভারতের কি? ভারত নিজের চর্কায় তেল দেয় না কেন?
বিজিপি বজরং
প্রগতিশীল, অসামপ্রদায়িক, মুসলিম খ্রষ্টান বান্ধব। আওয়ামীলীগ কেন এই বিষয়ে কিছু বলে না ভারত কে?
ভারত আওয়ামীলীগের হয়ে আমাদের দেশে যে নোংরা খেলায় মেতে উঠেছে তাতে এইটা-ই কি প্রমানিত হয় না যে ৭১রে জামাত সহ অন্য স্বাধীনতা বিরুধীরা যে আশংকা করে ছিলো তা সত্য? অথবা মাওলানা ভাসানী এবং বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর জলিলের চিন্তা চেতনা-ই সঠিক?
সুজাতা সিং তুমি সহ তোমার দল, তোমার দেশের মানুষ যেমন আত্ম কেন্দ্রিক স্বার্থপর জাতীগত ভাবে এবং ব্যক্তিগত ভাবে তা থেকে বেরিয়ে আসো। বাংলাদেশের মানুষ তোমাদের নীতি সম্পর্কে অবগত। বাংলাদেশের মানুষ স্বাধীন দেশ। এই দেশ কে নেপাল,ভূটান বা সিকিম ভাবলে ভুল করবে। টাইম থাকতে ভালো হয়ে যাও। বন্ধুত্ব রাষ্টের সাথে রাষ্ট্রের হয় কোন
দলের সাথে নয়! তোমরা আওয়ামীলীগ কে উল্টাপাল্টা বুঝিয়ে সব কিছু লুটপাট করে নিয়েছো। বিনিময়ে এই দেশ কে কিছুই দাও নি। শুধু আওয়ামীলীগ কে ক্ষমতার লোভ দেখিয়ে যাচ্ছো। তাতে সাহায্য করার পন্দি দেখিয়ে রাষ্টীয় ইস্যু কে আড়াল করে যাচ্ছো।
আমাদের কে আমাদের মতো থাকতে দাও। আমাদের স্বাধীনতা নিয়ে খেলাধুলা বন্ধ কর। তোমাদের দালালদের কে এখlন থেকে নিয়ে যাও।না হলে পাকিদের মতো তোমাদের সাথে আবার যুদ্ধ করবো। স্বাধীনতার জন্য।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
HHH বলেছেন: বিগত বছরগুলোতে অতিরিক্ত চামচামি পেয়ে পেয়ে ভারতের জিহবা লম্বা হয়ে গেছে। আমাদের মানুষদের মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখে এখন আবার ফপর দালালি করতে এসেছে। ভারত যদি মনে করে তাদের এজেন্টদের মত সব বাংলাদেশীরাই তাদের চামচামি করার জন্য বসে আছে তাহলে তাদের সুখস্বপ্নে মুত্র ত্যাগ করে সেই স্বপ্ন ভেঙ্গে দেওয়া হবে।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০০
মামুন রশিদ বলেছেন: তাতে এইটা-ই কি প্রমানিত হয় না যে ৭১রে জামাত সহ অন্য স্বাধীনতা বিরুধীরা যে আশংকা করে ছিলো তা সত্য?
ভারতের আচরণের প্রতি আমরা সবাই বিরক্ত । কিন্তু এটা যেন কিছুতে স্বাধীনতাবিরোধী রাজাকার জামাতের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা না করা হয় । উপরের লাইন ঘুরিয়ে ফিরিয়ে জামাতকেই জাস্টিফাই করে, সো খিয়াল..
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩
আশমএরশাদ বলেছেন: আমাদের ভারত বিরোধী নেত্রীকে ক্ষমতায় আসতে দিন ;
নেত্রী মোদের খালেদা /ভারত থেকে আলাদা/ পাকিস্তান থেকে বিলকুল আলাদা।
আমরা নেত্রীর মাধ্যমে রামপাল বন্ধ করবো, সিএনজি টেক্সি আনা বন্ধ করবো, ভারতীয় চ্যানেল বন্ধ করবো, তিস্তার নায্য হিস্যা নিয়ে মমতাকে চোখের জলে ভাসিয়ে দেবো ।
আমাদের নেত্রী এমন কর্ম আগেও করেছিলেন বলে জানা যায়।