নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাটা-তে-ই শান্তি ^^ ওঁম শান্তি।

আমি মানুষ না! আমি .....

চাটুকার

চাটুকার লেহনের জন্য জীবন দিবে তবুও ইজ্জত দিবে না! চাটুকার চিলের পিছনে নয় নেতার পিছনে হামাগুড়ি দিয়ে যাবে... দুই মুঠো ভাতের জন্য, গনতন্ত্রের মুক্তির জন্য, সেক্যুলারের জন্য কিন্তু চাটুকার নুর হোসেন হবে না! চাটুকার তেল দিয়ে যাবে বটগাছের ছায়ায় ছায়ায় ধোয়া তুলসী পাতার জল পান করে দিবা নিশি নেতা নেত্রীর জিকির করে যাবে .... জয় হোক আমার নেতা নেত্রী'র ....

চাটুকার › বিস্তারিত পোস্টঃ

চাটুকার

১৬ ই মে, ২০১৬ রাত ২:০২

সবাই চেটে চেটে
মহান হচ্ছে;
উপরে নিচে
পদ পদবি হাঁকাচ্ছে।
সীমানার বাহিরে চেটে চেটে নেত্রী এখন
মহানেত্রী হচ্ছে।
ডিগ্রী ডিলিট গঙ্গার ডুবো চরে জেগে উঠছে!
অথচ নোবেল কমিটি ঘুমাচ্ছে!


সবাই চেটে চেটে
মহান হচ্ছে;
টাকার বিনিময়ে ডলার ভাগাচ্ছে
শেয়ার বাজার, ব্যাংক লুটপাট করে
দরবেশ, তেল তেলে উকিল
দামি দামি আবেগ ঝরাচ্ছে!
সংবাদের সাংবাদিকেরা কেঁদে কেঁদে
জামাত শিবির রচনা লিখছে!

চেতনার স্টক অনিঃশেষ!
শুধু ঢাকা'তে নাই মাল।
আবুল মালে কয়
স্টক এক্সচেন্জ আবার কিতা?

উন্নায়নের জোয়ারে বাঁশ দিয়ে ভেসে আছি তা তো শুধু নয়
বড় বড় রানা প্লাজা বানাচ্ছি বাঁশ দিয়ে...
তোরা সব জয় বাংলা ক
না হলে পাকিস্তান যাবি রাজাকার।

চাটাধিকারের আইন করছি
সব কোট এখন আমাদের কোটের ভিতরে বসবাস করিবে।
পালাবি কোথায়?

ভারত মাতা মহান।
আমাদের নির্বাচন দিচ্ছে, পানি দিচ্ছে, ডেইলি ডেইলি লাশ দিচ্ছে!
আর কত? তার উপরে মইন কে ঘোড়া দিলো....
বুবু কে সাহস দিচ্ছে বাঘ আসিবে বলে!
তলে তলে সব ভাগিয়ে নিঃশেষ করে
দর্জির লাহান একটা পদক দিবে।


সবাই চেটে চেটে
মহান হচ্ছে;
অথচ তিতাসে নাই জল!
যুদ্ধাপরাধীরা-ই সকল যাতনা।
আমাদের আর নাই কোন ভাবনা!
কাঁটাতারের সীমান্তে নাই মানবতা।
ফেলানী ছিলো না ডটার অব হাসিনা।
দেশনেত্রী কয় আমি করমু কিতা?
ভারতের কূটচালে আমি যে ধরা।

সবাই চেটে চেটে
মহান হচ্ছে।
সুশীল, কুশীল, কবিয়াল, ছবিয়াল এমন কি কাউয়া।
যারা নয় তারা-ই ষড়যন্ত্রকারী!
ষড়যন্ত্র সেটা কোথায় উৎপাদন হয়?
দিল্লীতে না ঢাকায়?

পিনাক সুজাতা সিং
প্রনবের নেই কোন শিং
তবু ও সে হিংস্র! এসেছে জয় শংকর!
তোরা সব জয়োধ্বনি কর ......
চেটে চেটে।
মীর জাফর,মীর মদন, ঘষটি বেগম
আর এই জামানার মীর মইন।
সবাই ইতিহাসে রইবে।

সবাই চেটে চেটে
মহান হচ্ছে।
আর আমি চাটুকার-ই রয়ে গেলুম।
আমার কথা কেউ ভাবে না!
আমি না কাউয়া না মন্ত্রীর পুলা!
যদি হতাম জয় অথবা শহীদের তারা!
অথবা কামের চেয়ে নামী দামী কোন কল্প কাহিনীকার।
তবে সবাই আমায় মাথায় তুলে রাখতো!
আমার পায়ের নিচে পদ পদবি জিকির করতো!
আর আমি কমিশন খাইতাম,
বিনা কামে বীনা মালিক নাচাইতাম।
বলিউডের হুর পরি দিয়ে বাঙালীত্বের
বাজনা বাজাইতাম।

আমি কে? আমি নিজে-ই জানি না!

সবাই চেটে চেটে
আকাশ পাতাল ভেদ করে যাচ্ছে।

আর আমি
খড় কুড় দিয়ে
স্বপ্নের বারান্দা বানাচ্ছি!!
মানুষ হয়ে বেঁচে থাকার জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.