![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগারদের খাইয়া দাইয়া কাজ কাম নাই, তনু তনু করে ব্লগ ভরায় ফেলসে !! আজিব পাবলিক !! সবকিছুতে বেশি বেশি আবেগ ভালো না ।
বাস্তবে কাজের বেলায় হুজুর ফুরুৎ আর ব্লগ, ফেবু.......... আকাম আবেগে চিল্লা মিল্লি
এতই যদি শখ, তো যান না যেখানে আসল কাজ হবে।
সাগর-রুনি-- কোনো সমাধান আসলো কি ????!!
দম থাকলে কিছু করে দেখান । আজাইরা virtual এ পেঁচাল পাইরেন না
২| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৬
শেয়াল বলেছেন: আপনার সমস্যডা কি এহন কন।
৩| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৯
রেজা এম বলেছেন: দ্যাখা যাক কি হয়
৪| ২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৩
অপ্রকাশিত মন্তব্য বলেছেন: মানুষের পাশে দাড়াতে শিখুন, সে যে ভাবেই হোক না কেন
৫| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১৬
ঘানার রাজপুত্র বলেছেন: শেয়াল বলেছেন:বাংলাদেশ আর্মি বা পুলিশ আপনাদের শত্রু না।
পুলিশ আমাদের শত্রু না কে বলেছে আপনাকে? আজকে ফেবু তে এত ঝড় না উঠলে তনুর পরিবার বুঝতে পারতো কত ধানে কত চাল। আর বিগত কয়েক মাসের ঘটনাক্রম প্রমান করে পুলিশ কতটুকু হিংস্র। মিরপুরের ঘটনা,রাব্বি উদাহারন যা আলোর দেখা পেয়েছে। আর কত ঘটনা যে আলোর মুখই দেখে নাই। সব যদি প্রকাশ পায় তাহলে হয়তো দাবিই উঠবে পুলিশ বাহিনী আর দরকার নাই।
যাই হোক তনুর হত্যার বিচার হোক এটাই চাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৫
শেয়াল বলেছেন: তনু আপডেট ~
১.থানায় খুনের মামলা হয়েছে ইতিমধ্যে......আই রিপিট খুনের মামলা করা হয়েছে...., পুলিশ নিজে বাদী হয়ে মামলা দিয়েছেন, এই মামলার সকল খরচ সরকার বহন করতে যাচ্ছে। পাবলিক প্রসিকিউটর হিসেবে কুমিল্লাতে যারা আছেন, তারা মুখিয়ে আছেন মামলার জন্য..... এবং যারা যারা প্রতিবাদ করছেন, তাদেরকে ধন্যবাদ। এই মামলায় ন্যায় বিচার আসতে বাধ্য, কারন আপনারা সকলে একত্রিত হয়ে চাপ সৃষ্টি করছেন..... আর সরকার সম্পূর্ণ রকমের আন্তরিক এই কেসের বিষয়ে। বিভিন্ন মন্ত্রীগণ তাদের নিজেদের ফেসবুক ওয়ালে তনু হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছেন। সরকার অত্যন্ত কঠোর এই কেসের বিষয়ে......
২. হত্যাকান্ডের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, ধারনা করা হচ্ছে, বিষয়টা পূর্ব শত্রুতার জের ধরে করা.... তারপরেও সকল রকমের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ..... পুলিশ আশাবাদী খুব শিঘ্রই আসামীকে গ্রেফতার করা হবে। কারন সেনাবাহিনী এইখানে পুলিশকে সর্বোচ্চ সহায়তা করছে, সাথে Justice For Women, Bangladesh - JFWBD টীম তো আছেই তদন্ত কাজে সহায়তা করার জন্য..... আশা করছি সবাই ভালো কিছু দিতে পারব...
৩. এখুনি পুলিশ বা সেনাবাহিনী এই বিষয়ে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দিতে ইচ্ছুক নয় যতক্ষন না পর্যন্ত আসামি ধরা পড়ছে......
৪. তনুর পরিবার সম্পূর্নরকমের নিরাপদে আছে, কিন্তু ওর বাবা প্রচন্ড ভেঙ্গে পড়েছেন, তাই সবার সাথে কথা বলছেন না। দুঃখজনক হলেও সত্য, তনুর ক্লাসমেটরা তদন্ত কাজে তেমন একটা হেল্প করতে পারছে না।
আপনাদের সকল প্রকার সহোযোগীতা আমাদের একান্ত কাম্য। বাংলাদেশ আর্মি বা পুলিশ আপনাদের শত্রু না। আপনারা প্রতিবাদ, মিটিং মিছিল করুন, সমস্যা নেই..... কিন্তু দেশে এই ইস্যুতে উষ্কানীমূলক প্রোপাগান্ডা দিয়েন না যেটাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মধ্যে পড়ে। আপনারা যেইভাবে ক্যান্টনমেন্ট এলাকার দোষ চাপাচ্ছেন সব আর্মির উপর, ব্যাপারটা অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে.....
কিছুদিন আগে আর্মির একজন এমপি ( মিলিটারি পুলিশ) কে কোপানো হলো ডিজি এফ আই এর হেডকোয়ার্টারের সামনে.. কই তখন তো কোনো প্রতিবাদের ঝড় দেখলাম না..... এখন যেইভাবে ঢালাও ভাবে আপনারা আর্মিদের দোষারোপ করছেন ঘটনার সত্যতা না জেনে, এইটার জবাবদিহি আল্লাহর দরবারে আপনাদের দেয়া লাগবে..
এই তনু হত্যাকান্ডের ফাঁকে একজন মুক্তিযোদ্ধা সন্ত্রাসীদের হাতে জীবন হারালেন, কারো খবর নাই সেই নিউজে.... smile emoticon
আমাকে যারা চিনেন, একটা কথা বলি, আমার উপর আস্থা রাখেন, আল্লাহর উপর আস্থা রাখেন.... আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করেন না.....
তনুকে ন্যায় দেয়ানো হবেই। ন্যুনতম ছাড় দেয়া হবে না আসামীদেরকে.....