![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু আদেখা ছবি, যা আপনার মনে পরিবেশ বিষয়ক চিন্তাধারার, কিছুটা হলেও উদ্দীপনার জন্ম দিবে ; আশা রাখি .।.।.।
জাভা (ইন্দোনেশিয়া), জঞ্জাল পূর্ণ একটি তরঙ্গ উপর সার্ফিং, এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ ।
National Willamette forest, Oregon (USA)। যেখানে ৯৯% বন বিলোপ হয়েছে ।
মঙ্গোলিয়ার হলুদ নদী, আতিরিক্ত পরিমান দূষিত, যে তা্র কাছে শ্বাস প্রায় অসম্ভব ।
Ken নদীর তেলক্ষেত্র, ক্যালিফোর্নিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র) । - 1899 সাল থেকে তেল নিস্কাশন চলছে ।
মেক্সিকো উপসাগর, এপ্রিল 2010 সালে তেল প্ল্যাটফর্মে আগুন লাগে ।
জঞ্জাল পূর্ণ বাংলাদেশে ।
MIDWAY দ্বীপপুঞ্জের মধ্যে অত্যধিক প্লাস্টিক আহার দ্বারা নিহত Albatross (উত্তর প্যাসিফিক) ।
আলবার্তো, কানাডা আলকাতরা সমৃদ্ধ অঞ্চল- মাইনিং এবং বিষাক্ত বর্জ্য দ্বারা ধ্বংসপ্রাপ্ত ।
মালদ্বীপ গ্লোবাল ওয়ার্মিং এবং মানুষের কর্মের কারনে বন্যা হয় । তারা 50 বছরের মধ্যে ডুবে যাবে ।
মীর খনি, রাশিয়া. এই রাক্ষুসে গর্ত বিশ্বের সর্ববৃহৎ হীরা খনির ।
সোর্স ঃ গুগল
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
রেজা এম বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: কি ভয়ংকর !
ঠিক আজকেই আমি Oregon (USA এর একটা চমৎকার বিশ্ব খ্যাত ছবি পোষ্ট করেছি ,আর আপনার এখানে দেখলাম এই অবস্থা । সত্যি ই বাতির নিচে অন্ধকার ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
রেজা এম বলেছেন: জী আপু । সেটাই বাস্তব ।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: কি ভয়ংকর !
ঠিক আজকেই আমি Oregon (USA এর একটা চমৎকার বিশ্ব খ্যাত ছবি পোষ্ট করেছি ,আর আপনার এখানে দেখলাম এই অবস্থা । সত্যি ই বাতির নিচে অন্ধকার ।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো যেন পৃথিবীর দুঃখ ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
রেজা এম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
আমাদের ভবিষ্যৎ ।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার ভবিষ্যত কি জানিনা, তবে হয়তো আমরা তখন বিবর্তিত হয়ে কার্বন গ্রহণ করে বেঁচে থাকার উপযোগীতা অর্জন করবো।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
রেজা এম বলেছেন: আপনি সত্যিই " সাদা মনের মানুষ" ।
ধন্যবাদ ভাইয়া ।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
লিট্রিমিসটিক বলেছেন: আপনার পোস্টটি পড়ে অনেক ভাল লাগলো। কিন্তু আমার জানা ছিল পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি হল কিম্বার্লী; দক্ষিন আফ্রিকায় অবস্থিত। আমার জানা ভুলও হতে পারে। একটু খতিয়ে দেখবেন আশা করি।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
+।