নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

মো রেজাউল করিম

যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !

মো রেজাউল করিম › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজা ও শিশুদের উপর মিডিয়ার প্রভাবের সামান্য নমুনা

০২ রা মে, ২০১৩ সকাল ১০:৪৩

পঞ্চম শ্রেণি পড়ুয়া আমার বোন টিভি দেখে মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে আমাকে রানা প্লাজার উদ্ধার কার্যক্রমের আপডেট জানাতো । তার ধারণা হয়েছে যেহেতু মেসে থাকি তাই টিভি দেখে আপডেট জানার সুযোগ আমার নাই । এই ম্যাসেজগুলোতে রানা প্লাজা ধসের পর উদ্ধার কার্যক্রমের অনেক তথ্য উঠে এসেছে । তবে আমি ম্যাসেসগুলো দিলাম অন্য কারণে । শিশুদের শব্দ চয়ন, বাক্য গঠন এবং তাদের মানসিক অবস্থার উপর মিডিয়া কি রকম প্রভাব ফেলে – এই ম্যাসেজগুলো পড়ে তার কিছুটা আঁচ করা যায় ।



২৪ এপ্রিল,১৩ – রাত ১০:০২

খবর দেখছস? ঢাকায় বিল্ডিং ভেঙ্গে পড়েছে । ১০৬ জন মৃত । না দেখলে তাড়াতাড়ি দেখ ।



২৫ এপ্রিল,১৩ – দুপুর ১২:১৯

মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে । আহত কয়েক হাজারের কাছাকাছি । কাল শোকদিবস ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী । সারা পৃথিবীর মানুষ আবারও বাংলাদেশকে দেখছে কান্না ভেজা চোখে । মৃতের সংখ্যা বেড়েই চলেছে । কেউ চোখের পানি ধরে রাখতে পারেছে না । স্বজনদের অপেক্ষায় সেই সকাল থেকে ছুটে এসেছে । অনেকে দাঁড়িয়ে আছে এখনো । উদ্ধার কাজ চলবে সারা রাত ধরে ।



২৫ এপ্রিল,১৩ – বিকাল ০৪:৩৮

রানা প্লাজায় ২০৩ জনের লাশ উদ্ধার । ১৫৩ জনের লাশ হস্তান্তর করা হয়েছে । যারা বেঁচে আছে তাদের জন্য প্রচুর প্রয়োজন খাবার, রক্ত ও অক্সিজেন । কারো হাত, কারো পা, আবার কারো সারা শরীর দেখা গেলেও এখনো তাদের উদ্ধার কাজ শুরু হয় নি । উদ্ধার কাজ শেষ হতে আরও লোক ও সময় দরকার বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা । ঘটনাস্থলে মানুষ পচা গন্ধ চারদিকে ছড়িয়ে গেছে ।



২৬ এপ্রিল,১৩ – রাত ১২:০৪

একটি ঘরে ৪০ জন মানুষ জীবিত আছে । ৫১ জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে ।



২৬ এপ্রিল,১৩ – সকাল ১০:২৭

একটি ঘরে ৪১ মানুষ জীবিত আছে । ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । ২৮০ টি লাশ উদ্ধার করা হয়েছে । প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠার নিচে একটা মেয়ের করুণ কাহিনি রয়েছে ।



২৬ এপ্রিল,১৩ – দুপুর ১২:১৪

২১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠার নিচে যে একটা মেয়ের করুণ কাহিনি পড়েছিস ?



২৬ এপ্রিল,১৩ – দুপুর ০২:২৪

আরো ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । ২৯২ টি লাশ পাওয়া গেছে । ৪২ টি লাশ পচে যাওয়ার ফলে মর্গে পাঠানো হয়েছে । স্তুপের নিচ থেকে অনেক মানুষ জীবন বাঁচাতে সাহায্য চাইছেন তারা ।



২৬ এপ্রিল,১৩ – দুপুর ০২:৫৯

২৩৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।



২৬ এপ্রিল,১৩ – রাত ০৭:৫১

১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । একটি স্থানে ৫০ জন জীবিত আছে । ৩০৫ টি লাশ পাওয়া গেছে ।



২৬ এপ্রিল,১৩ – রাত ১০:৫৮

উদ্ধারকর্মীদের উপর একটি পিলার পড়েছে । এতে ২ জন মারা যায় । হাত, পা আর পচা গলা নিথর দেহ চারদিকে ছড়িয়ে আছে । তবুও তাদের উদ্ধার করে ফিরিয়ে দিতে পারছে না উদ্ধারকর্মীরা । অনেক জীবিত মানুষকে উদ্ধার করা হয়েছে হাত বা পা কেটে ।



২৭ এপ্রিল,১৩ – দুপুর ০১:০৪

৩৪০ জনের লাশ পাওয়া গেছে । ২৪২৪ জীবিত বের করা হয়েছে । আজ আরো ২৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে । একটি সুরুঙ্গের ভেতর ১২ জনের সন্ধান পাওয়া গেছে ।



২৭ এপ্রিল১৩ – রাত ০৮:১৬

বড় ভাইয়া একটা মেয়ের উপর ভীম পরছে । পেটের নাড়িভুড়ি সব বের হয়ে গেছে । আরেকটা ছেলের পেটে রড ঢুকেছে । খাচ্চর দেশ.টিভি এইটা দেখাইছে । এক নাম্বার খাচ্চর, ওয়াক ।



২৭ এপ্রিল১৩ – রাত ০৯:০৬

৫৯৫ জন এখনো নিখোঁজ । একটু আগের ম্যাসেজ পড়ে তোর খাওয়া নিশ্চয়ই শকবে না । আমারো না । আজ আরও ৯০ জনের মতো মানুষকে উদ্ধার করা হয়েছে । দেশ.টিভি একটু আগে মাথা থেতলে যাওয়া একটা মেয়েকে দেখিয়েছে ।



২৭ এপ্রিল১৩ – রাত ০৯:১০

আমি সিদ্ধান্ত নিয়েছি আর খবর দেখব না । তাই দেশের কি অবস্থা আমাকে জিজ্ঞেস করিস না, আমি উত্তর দিতে পারবো না । জানতে চাইলে ইন্টারনেট অথবা ফেসবুকে খোঁজ কর । তাও না চাইলে আম্মার কাছে জিজ্ঞেস করিস । বাই ।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:০৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আপনার ছোট বনের লেখার অনেক স্টান্ডার্ড !!

সাংবাদিক হবে নিশ্চয়ই - দোয়া রইলোও - আর আপনাকে অনেক ভালু বাসে ---- ঈর্ষা হইলোওও :-P :-P :-P :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.