নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

মো রেজাউল করিম

যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !

মো রেজাউল করিম › বিস্তারিত পোস্টঃ

ভোঁতা

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:২৪

বৌ বলল, সরো তো, পেপার নিয়ে বারান্দায় যাও । মাকরসার বাসা ভাঙ্গবো,

গায়ে ময়লা পরবে ।

আমি বললাম, লক্ষী বৌ আমার, মাকড়সাদের সাজানো

সংসার তুমি ভেঙ্গে দিও না ।

ডং করো না তো । তাড়াতাড়ি সরো ।



বারান্দায় গরম ভাপা পিঠার মত মিঠা মিঠা সকালের রোদ, সাথে শিশুর গালের মত তুলতুলে নরম বাতাস। হাতে মাছ-বাজারে থালায় সাজানো ঝাপ্টি মারা দেশী কৈয়ের মত

তাজা তাজা খবরে ঠাসা পেপার ... শুক্রবারের সকালের চিনির দানার আলস্য, আহা !



আমার লক্ষী বৌ কথা রাখে নি । পেপারে চোখ রাখতে রাখতে

বৌয়ের নির্দেশে ফুলঝাড়ুর কর্কশ চিৎকার শুনি ।

দুনিয়ার সবাই মাকড়সাদের সাজানো সংসার ভাংগায় ব্যস্ত ।

মাকড়সাদের বাসা ইরাকে ভেঙ্গে দিচ্ছে আমেরিকা

ফিলিস্তিনি মাকড়সাদের বাসা ভাংসে ইসরাইল

রাখাইন মাকড়সাদের বাসা ভেঙ্গে দিচ্ছে বার্মিস যুবা,

পড়সি মাকরসার বাসা ভেঙ্গে দিচ্ছে সন্ত্রাসী

অমুক দলের নেতা মাকড়সার বাসা ভাংসে তমুক দলের

নেতা, গরীব মাকড়সাদের বাসা ভাঙ্গে ধনী ও ক্ষমতা,

পুঁজিবাদ গিলে খেলো মাকড়সাদের সংসার আফ্রিকার

কত লাখ মাকড়সার বাসা ভাংসে আসাদ সরকার ?

পেপারে চোখ রাখতে রাখতে গায়ে মিঠা রোদ আর আদুরে বাতাস

মাখতে মাখতে ফুলঝাড়ুর কর্কশ চিৎকার শুনে যাচ্ছি ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২

মুহামমদ মিনহাজ বলেছেন: সবাই মাকড়সার বাসা ভাংতে খুব ব্যাস্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.