![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !
১) বাঙালি নারী পুরুষের জীবনের লক্ষ্য থাকে দুটি। নারীর জীবনের প্রথম লক্ষ্য বিয়ে করা, আর পুরুষের চাকুরী পাওয়া। দুই নম্বর লক্ষ্যটি বাঙালি নারী-পুরুষ দু’জনেরই এক – সন্তান বড় করা।
২) একটা জাতি কতটা মূর্খ, চাপাবাজ, এবং তেলবাজ সেটা জানতে টিভি চালু করুন, তারপর টকশো দেখতে থাকুন।
৩) একটা দেশে কবিতার বই কি পরিমান বিক্রি হয় সেটা জানলেই সে জাতি কতটুকু মননশীল সেটা জানা হয়ে যাবে।
৪) পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে কিছুই শেখে না। কিন্তু ক্যাম্পাস থেকে শেখে অনেক কিছু। এ শিক্ষা দিয়েই তারা বাকি জীবন চালিয়ে নেয়।
৫) ছাত্ররা রাজনীতি করে নিজেদের জীবন বুকপকেটে রেখে, আর শিক্ষররা রাজনীতি করে ছাত্রদের জীবন বুকপকেটে রেখে।
৬) এদেশে ক্লাশরুম আর ডাস্টবিন একই জিনিস।
৭) বই হচ্ছে এক প্রকার টাইমমেশিন। যখন তখন যেখানে খুশি সেখানে যাওয়া যায়।
৮) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্র হয়তো বাঘ-ভাল্লুক-হাতি বা সিংহ, কিন্তু বাবা-মা মনে করেন তাদের সন্তান কিচ্ছু বোঝে না, এখনও চোখ না ওঠা বিড়াল ছানাটি রয়ে গেছে।
৯) প্রগতিশীল হওয়া এখন খুব সহজ। প্রগতিশীল হওয়ার প্রথম ধাপ ধর্মের পাছায় লাথি দেয়া; দ্বিতীয় ধাপ, নারীবাদের মাথায় হাত বুলিয়ে দেয়া।
১০) নির্বাচন একটি মায়াজাদুর নাম। এ জাদুতে আমজনতা এতটাই আচ্ছন্ন হয় যে, রাজনীতিবীদ যখন বলে জয়ী হলে আমি বৈদ্যুতিক বাতির পরিবর্তে আকাশ থেকে চাঁদ পেরে এনে সবার ঘরে ঘরে ফিট করে দিবো, আমজনতা তখন গভীর আবেগ আর আনন্দে চিৎকার করে ওঠে।
১১) লিভ টুগেদার নারীকে বার বার রেপ করার আধুনিকতম, এবং আইনী দিক থেকে নিরাপদতম পুরুষতান্ত্রিক কৌশল।
১২) সুন্দরী মডেলরা নয়, দর্শকদের সামনে দিয়ে ক্যাটওয়াক করে হেঁটে যায় পুরুষতন্ত্র আর ভোগবাদ ।
১৩) শয়তান যদি পাঞ্জাবি-পাজামা-টুপি পরে এসে বলে, ইসলামকে রক্ষার জন্য তোমরা একজন আরেক জনের বাড়িতে আগুন ধরিয়ে দাও, মানুষজন তাই করবে। ধর্ম সম্পর্কে এদেশের মানুষ এতটাই মূর্খ।
২| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: ভালো লাগল।
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩
তেপান্তর মন বলেছেন: উনার নামের ইংরেজি উচ্চারণটা একটু বলবেন?
৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৩৭
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
@তেপান্তর মন
হাঃ হা হা
বোকা বনে গেলেন ......
বর্তমান লেখকেরই নাম। উল্টো করে লেখা।
বোঝা গেছে?
৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
শ্রাবণধারা বলেছেন: ভালই লিখছেন। মরিক সাহেবকে একটা শান্তিতে নবল দেয়া হোক, আর করিম সাহেবকে অনুবাদের জন্য অনুবাড সাহিত্যে দুইটা নবল....।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
মজা পেলাম।
৩ নম্বরটা ছাড়া সবগুলোর সাথে একমত।
কবিতার দিন শেষ। কবিতার দিন শেষ। কবিতার দিন শেষ।
কবিতার হত্যাকারী হচ্ছে তথ্য। তথ্য সমুদ্র। তথ্যের মহাসমুদ্র। তথ্যের গ্যালাক্সী। তথ্যের গ্যালাক্সী পুঞ্জ। ব্লা ব্লা ব্লা। যে যত বেশী কবিতা চর্চা করবে, সে ততবেশী আনস্মার্ট। আর যে যতবেশী তথ্য জানবে, অবগত হবে, সে ততবেশী স্মার্ট। সমস্ত আনন্দ এবং সৌন্দর্য এখন স্থুল যৌনতা নির্ভর। যান্ত্রিক যৌনতা। পাশবিক যৌনতা। প্রেমবিহীন যৌনতা। এক সময় মানুষ আনন্দ ও সৌন্দর্যের জন্য কবিতা পড়তো। এখন নির্বোধরাই কবিতা পড়ে। আনস্মার্টরাই কবিতা পড়ে ও চর্চা করে। যতবেশী কবিতা ততবেশী পিছিয়ে পরা।
ঐটি আমার নিজস্ব ম্যাক্সিম। একান্ত ব্যক্তিগত প্রবচন।
ধন্যবাদ।