নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

মো রেজাউল করিম

যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !

মো রেজাউল করিম › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার, কয়েক যুগ আগে করা আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার,

আপনি জীবনে একটা বড় ভুল করেছিলেন। শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সিলেটের একটি ছোট ভার্সিটিতে। আপনি ছোট ভার্সিটিতে শিক্ষকতা শুরু করেছিলেন এটা সমস্যা না, সমস্যাটা হল আপনি সিলেটের একটি ভার্সিটিতে শিক্ষকতা শুরু করেছিলেন। আপনার যা মেধা, আর আপনি যে পরিমাণ পরিশ্রম করেন তা যদি সিলেটের এই ভার্সিটিতে না দিয়ে বাংলাদেশের অন্য কোন এলাকার অন্য কোন ছোট ভার্সিটিতে দিতেন, এত দিনে সে ভার্সিটি তো দেশের প্রথম তিনটি ভার্সিটির একটি হতই, সাথে সাথে সে এলাকার মানুষজনও শিক্ষায়-চেতনায়-ব্যাক্তিত্বে উন্নত হয়ে যেত। সে এলাকার জনগণও আপনাকে অসম্ভব শ্রদ্ধা করত।



স্যার, এখনও ভুল সংশোধনের সময় আছে। আপনার মেধা আর পরিশ্রমের অপচয় বন্ধ করুন। দেশের অন্য কোন ছোট ভার্সিটিতে চলে যান। আমার আর আমার মত অনেকের অনেক কষ্ট হবে যখন আপনি এই ভার্সিটি ছেড়ে চলে যাবেন। কারণ, আমরা এই ভার্সিটির ছাত্র, আমরা আপনাকে আর এই ক্যাম্পাসে পাবো না। কিন্তু, বাস্তবতা তো বাস্তবতাই!



আপনাকে বুঝতে হবে আপনি অন্য আর দশজন মানুষের চেয়ে আলাদা। আপনার মত মানুষ যুগে যুগে জন্মায় না। এই দেশকে, এই দেশের মানুষকে অনেক কিছু দেয়ার আছে আপনার। অনেক কিছু দিতে পারবেন আপনি – যা অন্যরা হাজার চেষ্টা করেও দিতে পারবে না। তাহলে, কেন মেধা আর শ্রমের এই নিরারুণ অপচয়!



স্যার, আপনাকে বুঝতে হবে মানুষের আয়ু সীমিত। মৃত্যুর সাদা ডানা আপনাকে স্পর্শের আগেই এই দেশ, এই দেশের মানুষকে আপনার সর্বোচ্চটা দিয়ে যেতে হবে। আর সময় নষ্ট করবেন না স্যার। মেধা ও শ্রমের আর অপচয় করবেন না। আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত করুন। কয়েক যুগ আগে করা ভুল সংশোধন করুন। দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, আগামী প্রজন্মের কথা চিন্তা করে আপনি সিলেট ত্যাগ করুন। সিলেটের মানুষকে আনন্দ মিছিল করার সুযোগ করে দিন।



ইতি

আমরা সচেতন মানুষ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

নিঃশব্দ শিশির! বলেছেন: আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা আছে...!! সব খানেই কিছু না কিছু থাকে। স্যার মেধাবী এবং একজন অসাধারন মানুষ।।
বিশ্ববিদ্যালয়ে এখন বিভাগ কয়টা আমার জানা নেই। সর্বশেষ ২৩ টি দেখেছিলাম। তাই যদি হয়, তাহলে আরো ২২ জন বিভাগীয় প্রধান আছে, তাদের ক্ষমতা আর জাফর স্যারের ক্ষমতা, সমান!!! বর্তমানে স্যার ডিন থাকেন, তাহলে ৫ টি অনুষদ থাকলেও স্যারের সমান আরো ৪ জন আছেন। এছাড়া উপাচার্য, উপ-উপাচার্য, কোষাদক্ষ, রেজিষ্টা্রর ,,এদের প্রশাসনিক ক্ষমতা স্যারের ওপরে।।। তাহলে কি দাড়ালো, স্যারের অফিসিয়াল ক্ষমতা অনেক কম...!!!!
তারপও স্যারের প্রতি সাধারন ছাত্রদের অনেক প্রত্যাশা থাকে, সীমিত ক্ষতায় অনেক সময় তা করা সম্ভব হয় না। আর আপনি যদি শাবির ছাত্র হয়ে থাকেন, তাহলে তো জানবেন, শুধু বিরোধীতার জন্য কত জন আছে....!!!! এক্ষেত্রে বিএনপি আওয়ামীলীগ সবাই ঐক্যবদ্ধ...!!!

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

মো রেজাউল করিম বলেছেন: সমন্বিত ভর্তি প্রক্রিয়ার জন্য ড. মুহম্মদ জাফর ইকবালকে মূল হোতা আখ্যা দিয়ে কর্ণেল (অব.) অলি আহমেদ বলেন, জাফর ইকবাল বিভিন্ন সময় জাহানার ইমামের নামে হল, ভাস্কর্য ও সিলেটের স্বার্থবিরোধী অনেক কান্ডকীর্তি করে বারবার সিলেটবাসীকে অপদস্থ করেছেন। আপনারা এই ব্যাক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিলে আমরা আনন্দ মিছিল করব।

Click This Link

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ক্যপ্রিসিয়াস বলেছেন: মনে হয় আপনার লেখাটি উনি পড়েছেন .কিছুখন আগের নিউজ
শাবি থেকে ড. জাফর ইকবালের পদত্যাগ! Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.